ইংল্যান্ড সফরে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ

Spread the love

রোহিত শর্মা তাৎক্ষণিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন। এর ফলে ভারতের সামনে এখন দুটি বড় প্রশ্ন—কে হবেন দলের নতুন অধিনায়ক? আর কে রোহিতের জায়গায় ওপেন করবেন? যদিও এই দুটি প্রশ্নের উত্তর একই ব্যক্তি হতে পারেন, এই প্রতিবেদনে মূলত ব্যাটার হিসেবে রোহিতের বদলি নিয়ে আলোচনা করা হয়েছে।

রাহুল না গিল?

ভারতের হাতে সবচেয়ে সরল বিকল্প হল কেএল রাহুল ও শুভমন গিল(Shubhman Gill)। ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে রাহুল ওপেন করেছেন, আবার গিলের টেস্ট কেরিয়ারই শুরু হয়েছে ওপেনার হিসেবে। গত দুই বছরে রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, রাহুল ও গিলই কেবল ওপেন করেছেন ভারতের হয়ে। এর আগে চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগারওয়ালও ওপেন করেছিলেন, কিন্তু তাঁরা অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে।

রাহুল তার ৫৮টি টেস্টের মধ্যে ৪৮টি খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত অনুপস্থিত থাকায় তিনি ওপেন করেছিলেন এবং পার্থে দুটি অসাধারণ ইনিংস খেলেন। যদিও সিরিজ শেষে তার গড় ৩০.৬৬-তে নেমে আসে, তবে ইংল্যান্ডে তার আগের রেকর্ড উল্লেখযোগ্য। ৮ টেস্টে ৫৯৭ রান, গড় ৩৭.৩১। শুধুমাত্র সুনীল গাভাসকরের পরেই তিনি রয়েছেন।

অন্যদিকে, গিল এখন তিন নম্বরে স্থায়ী হয়েছেন। ওপেনার হিসেবে তার গড় ৩২.৩৭, আর ইংল্যান্ডে মাত্র ৩ ম্যাচে গড় ১৪.৬৬। ২০২৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে তিনি আর ওপেন করেননি, ফলে তাকে ওপেনার হিসেবে ফেরানো কঠিন।

সাই সুদর্শন কি সুযোগ পাবেন?

গিল ও রাহুলের বাইরে বিকল্প হিসেবে উঠে আসছেন সাই সুদর্শনের নাম। এই বাঁহাতি ব্যাটার সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে অভিষেকে দুটি ফিফটি করেছিলেন, আইপিএলে ধারাবাহিক পারফর্ম করছেন ১৫০-র উপরে স্ট্রাইক রেটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাউন্টি ক্রিকেটে সারে-র হয়ে ৫ ম্যাচে ৩৫.১২ গড়ে ২৮১ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি।

এছাড়া, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে সেঞ্চুরি করাও তাকে জাতীয় দলের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এমনিতেই রোহিত থাকলেও সুদর্শনের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল, আর এখন রোহিত না থাকায় প্রথম একাদশেও দেখা যেতে পারে তাঁকে।

অভিমন্যু ঈশ্বরন কি আলোচনায়?

অন্য একটি নাম হতে পারে অভিমন্যু ঈশ্বরন। তিনি দীর্ঘদিন ধরেই টেস্ট স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি। ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮.৮৭ গড়ে ৭,৬৭৪ রান করেছেন, কিন্তু বরাবরই তার আগে সুযোগ পেয়েছেন অন্যরা। ফলে এবারে সাই সুদর্শনের পিছনেই হয়তো পড়ে যাবেন তিনিও।

বোলিং কম্বিনেশন কী প্রভাব ফেলবে?

যদি গিল তিন নম্বরে থাকেন এবং ঈশ্বরন কেবল ব্যাকআপ হিসেবেই বিবেচিত হন, তাহলে রাহুল ও সুদর্শনের মধ্যেই চূড়ান্ত বেছে নিতে হবে। যদি ভারত অলরাউন্ডার-ভিত্তিক কম্বিনেশন ধরে রাখে—যেমন ঋষভ পন্ত পাঁচে, রবীন্দ্র জাডেজা ছয়ে, আর নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর বা শার্দুল ঠাকুরের মধ্যে দুইজন সাত-আটে—তাহলে রাহুল ওপেন করবেন, আর সুদর্শনকে অপেক্ষায় থাকতে হবে।

অন্যদিকে, যদি মাত্র একজন অলরাউন্ডার নিয়ে খেলে ভারত, তাহলে সুদর্শন ওপেন করতে পারেন, রাহুল ব্যাট করতে পারেন ছয়ে। একটি বিচিত্র বিকল্প হল—রাহুল ওপেন করবেন, সুদর্শন তিনে, গিল নামবেন ছয়ে। তবে গিল যদি অধিনায়ক হন, তাহলে তিনি নিজের পজিশন নীচে নামিয়ে দেবেন, সেটা কমই সম্ভাব্য।

তবে, গিল ও সুদর্শন গুজরাট টাইটানসের হয়ে একসঙ্গে ওপেন করেছেন, ফলে অধিনায়ক গিলের কাছে সুদর্শন পরিচিত নাম, যা তার জন্য বাড়তি সুবিধা হতে পারে।

রোহিতের পরবর্তী নতুন যুগের সূচনা কে করবেন?

যেভাবেই হোক, রোহিত শর্মার বিদায়ের পর ভারতের টেস্ট ব্যাটিং লাইন-আপ এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে।

প্রথম টেস্টে সম্ভাব্য ভারতীয় ব্যাটিং লাইন-আপ:

সাই সুদর্শন, যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *