ইংল্যান্ড সিরিজের আগে নতুন অবতারে ভারতীয় দলের অধিনায়ক

Spread the love

ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলের ফটোশুটই যেন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। আধুনিক যুগের এই প্রতিভাবান ব্যাটসম্যানের নেতৃত্বে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল, যা ইংল্যান্ডে একটি নতুন যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখন ভারতীয় দল অভিজ্ঞতার দিক থেকে বেশ পিছিয়ে পড়ে। দলের এমন সংকটকালে, ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট তরুণদের উপর আস্থা রেখে টেস্ট অধিনায়কের দায়িত্ব তুলে দেয় শুভমন গিলের কাঁধে।

এক্স (পূর্বে টুইটার)–এ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) শুভমন গিলের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখে, ‘বন্ধুরা – আপনাদের টেস্ট অধিনায়ক, শুভমন গিল।’

গত সপ্তাহে ইংল্যান্ডে পৌঁছেই গিল কঠোর অনুশীলনে মনোযোগী হন। তিনি মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহর মতো ফাস্ট বোলারদের গতির মুখোমুখি হন। দলের এক সদস্য, আর্শদীপ সিং, জানিয়েছেন, গিলকে ‘ভালো ছন্দে’ দেখাচ্ছে।

অধিনায়ক হওয়ার পর, গিল বলেন, এই সুযোগ পেয়ে তিনি ‘ভীষণ আবেগাপ্লুত।’ বিসিসিআই–এর একটি ভিডিয়োতে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই, যখন কেউ ক্রিকেট খেলা শুরু করে, তখন তার স্বপ্ন থাকে ভারতের হয়ে খেলার। আর শুধু খেলার নয়, দীর্ঘদিন ধরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার। সেই সুযোগ পাওয়া এক বিশাল সম্মান। আর, হ্যাঁ, এটা একটি বড় দায়িত্ব।’

এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২০২৫ সালের ২০ জুন লিডসে এবং চলবে অগস্ট পর্যন্ত। রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে, এবার বিদেশের কঠিন ইংলিশ কন্ডিশনে ভারতীয় দলের নেতৃত্বে থাকা শুভমন গিল এবং তাঁর তরুণ দলের কাঁধেই থাকবে পারফরম্যান্সের মূল দায়িত্ব।

সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে – লিডসের হেডিংলি, বার্মিংহামের এজবাস্টন, লন্ডনের লর্ডস ও দ্য ওভাল, এবং ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।

ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড:

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *