ইউকের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি ঘিরে এল বড় আপডেট

Spread the love

গত ৬ মে সম্পন্ন হয়েছে ভারত ও ইউকের বাণিজ্য চুক্তি। দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে নয়া মাইলস্টোন গড়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে এই চুক্তি বিশেষ একটি পন্থাকে সঙ্গে নিয়ে সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে, সমঝোতার বিষয়ে দুই দেশের কাছেই রাস্তা খোলা রয়েছে, যদি অন্য দেশটি কোনও নির্দিষ্ট ক্লজে আরও ভালো কোনও শর্ত পেশ করে তৃতীয় দেশকে (আলাদা দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে), তাহলে তা পুনরায় আলোচনা করার জন্য।

উল্লেখ্য, কলেবরে বাড়ছে ভারতের অর্থনীতি। সেক্ষেত্রে ভারত, আমেরিকা ও ইউর সঙ্গেও বেশ কিছু সমঝোতা নিয়ে আলোচনা করছে। সেই জায়গা থেকে ভবিষ্যতে কোনও সম্ভাবনা ঘিরে ইউকে-র অবস্থানের নিরিখে এই নয়া প্রস্তাব বেশ প্রাসঙ্গিক। জানা যাচ্ছে,দুই দেশের বাণিজ্য চুক্তির খাতে এই নয়া প্রস্তাব আপাতত আইনের চোখে পর্যালোচনা করা হচ্ছে। জানা যাচ্ছে, ভারত ও ইউকে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়ে গেলেও, এটি বাস্তবায়নের আগে প্রায় এক বছর ধরে ধারা-দ্বারা-ধারা আইনি যাচাই-বাছাই এবং উভয় দেশের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন হবে। ভারত একই সাথে একাধিক অংশীদারের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদন করছে, তাই এই সময়টি তাৎপর্যপূর্ণ। দেশটি বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় আলোচনা করছে। মার্কিন মুলুকের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনার প্রথম ধাপ খুব শিগগিরই সামনে আসতে পারে বলে খবর।

বহু অফিশিয়াল বলছেন,’বাণিজ্য চুক্তিটি নিশ্চিত করবে যে দুই দেশ তাদের নিজ নিজ অভ্যন্তরীণ স্বার্থ রক্ষা করবে।’ ইতিমধ্যেই ট্রাম্পের শুল্ক সুনামির প্রথম ধাক্কা বহু দেশের অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি করেছিল। সেই জায়গা থেকে বলা হচ্ছে, ‘ এই সমঝোতা নিশ্চিত করবে ভবিষ্যতে আন্তর্জাতিক নানান ঘটনা পরম্পরার প্রতি যথাযথভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রটিকেও। অন্যভাবে বলতে গেলে, দুই অংশীদার তাদের নিজ নিজ নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য ন্যায্য ব্যবস্থা গ্রহণের জন্য স্বাধীন থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *