মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে তিনি ইউক্রেনের সাথে এমন কোনো চুক্তিতে আগ্রহী নয় যার মাধ্যমে তারা রাশিয়ায় আক্রমণ করার জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পাবে।
রোববার (২ নভেম্বর) ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি ইউক্রেনের কাছে টমাহক মিসাইল বিক্রির কোনো চুক্তি করছেন কি না। উত্তরে তিনি বলেন, ‘না, আসলে তা নয়।’
তবে তিনি চাইলে যেকোন সময় তার মত পরিবর্তন করতে পারেন বলেও জানান। ট্রাম্পের ভাষ্য হলো, তিনি ইউক্রেন যুদ্ধকে আরও তীব্র করতে চান না।
গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুতের বৈঠকে টমাহক মিসাইল নিয়ে আলোচনা হয়।
গত শুক্রবার এক সাক্ষাৎকারে রুতে বলেন, ‘বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে কিন্তু এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রর কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় এক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মিসাইলের জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে ইউক্রেনকে টমাহক দেয়া হলে তা ভয়ানক পরিণতি ডেকে আনবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।