ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা! ৪০টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি

Spread the love

ইউক্রেন রাশিয়ায় তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। রোববার (১ জুন) সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার (মাইল) দূরে মস্কোর বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে কিয়েভ। ইরকুটস্ক অঞ্চলের রাশিয়ান গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।ইউক্রেন দাবি করেছে, তারা বেশ কয়েকটি সামরিক বিমানঘাঁটিতে ৪০টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমানে আঘাত করেছে। যা রাশিয়ান বিমান চলাচলের উপর এখন পর্যন্ত সবচেয়ে দুঃসাহসিক ড্রোন হামলাগুলোর মধ্যে একটি। 

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা, এসবিইউ-এর এক বিবৃতি অনুসারে, ‘রাশিয়ায় শত্রুপক্ষের কৌশলগত বোমারু বিমান ব্যাপকভাবে জ্বলছে।’

ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার (এসবিইউ) চালানো একটি বড় পরিসরের অভিযান রাশিয়ান ফেডারেশনের পেছনে বিমান ঘাঁটিতে ৪০টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমানে আঘাত করেছে। 

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, এসবিইউ পরিচালিত হামলাগুলো ওলেনিয়া এবং বেলায়ার বিমান ঘাঁটিসহ চারটি রাশিয়ান সামরিক বিমান ঘাঁটিতে একযোগে আঘাত করেছে।


কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, হামলায় ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২এম৩ বোমারু বিমান এবং কমপক্ষে একটি এ-৫০।


এদিকে, ইউক্রেনের একটি প্রকাশনা, প্রাভদা অনুসারে, রাশিয়ার দূরপাল্লার হামলার ক্ষমতা কমানোর জন্য পাভুতিনা নামে একটি বিশেষ অভিযানের অধীনে এই হামলা চালানো হয়েছে। 

তবে রাশিয়ার সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *