ইউক্রেন সংঘাত থেকে যুক্তরাষ্ট্র শিখছে

Spread the love

ইউক্রেন সংঘাতে ড্রোন যুদ্ধ ওয়াশিংটন সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তা থেকে যুক্তরাষ্ট্র শিখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ মে) ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির স্নাতকদের উদ্দেশ্যে ট্রাম্প এ কথা বলেন।ট্রাম্প বলেন, যুদ্ধে মস্কো এবং কিয়েভ যেসব কৌশল ব্যবহার করছে তা যুক্তরাষ্ট্র শিখছে। যুদ্ধের দ্রুত পরিবর্তনশীল প্রকৃতির মধ্যে ‘শীর্ষে’ থাকাটা গুরুত্বপূর্ণ বলেও জানান ট্রাম্প।


ইউক্রেন সংঘাতে ড্রোনের ব্যবহারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। আমরা যুদ্ধের বিভিন্ন রূপ দেখছি, লক্ষ্য করছি ড্রোনগুলো বিভিন্ন কোণে, দ্রুততার সাথে কীভাবে নির্ভুলভাবে নেমে আসছে। আমরা এরকম কখনও দেখিনি। আমরা এটি থেকে শিখছি।’এ সময় ট্রাম্প ক্যাডেটদের সামরিক কৌশল এবং কৌশলের ক্ষেত্রে আপডেট থাকার জন্য ‘ঝুঁকি নেয়ার এবং ভিন্নভাবে কাজ করার সাহস’ রাখার আহ্বান জানান।

টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এমন এক সময় এই কথা বললেন যখন রাশিয়া ‘ড্রোন প্রতিযোগিতায়’ ইউক্রেনকে হারিয়ে দিচ্ছে। তা মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উৎপাদন এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার উভয় ক্ষেত্রেই।  


এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এপ্রিল মাসে যুদ্ধক্ষেত্রে ড্রোনের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন। রাশিয়ান সামরিক-শিল্প কমিটির এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি (ইউএভিগুলোকে) যুদ্ধক্ষেত্রের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে অভিহিত করেন।


তার মতে, ২০২৪ সাল জুড়ে প্রতিদিন ৪,০০০টি ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোন সৈন্যদের কাছে পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *