ইউনুসের পুলিশের বড় আবেদন মঞ্জুর চট্টগ্রাম আদালতে

Spread the love

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু একাধিক অভিযোগে জেলবন্দি। এবার তাঁকে নিয়ে আরও এক আবেদন কোর্টের কাথে জানিয়েছিল বাংলাদেশের ইউনুস সরকারের পুলিশ। সেই আবেদনে সাড়া দিল চট্টগ্রাম কোর্ট। উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমামনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ ছিল। এবার পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে বাংলাদেশের পুলিশ, চিন্ময়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানায় চট্টগ্রাম কোর্টে। আর সেই আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশের চট্টগ্রাম কোর্ট।

উল্লেখ্য, একাধিক অভিযোগে ধৃত চিন্ময়কৃষ্ণ প্রভু বহুদিন ধরে বাংলাদেশের জেলে বন্দি। গত বছরের অক্টোবরে চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেন বিএনপির এক নেতা। এরপর চিন্ময় দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তারপর থেকেই চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন এই হিন্দু সন্ন্যাসী।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময়প্রভুকে গ্রেফতারের পর ২৬ নভেম্বর তাঁকে তোলা হয়েছিল চট্টগ্রাম কোর্টে। সেদিন চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর। সেই সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলের মৃত্যু ঘটে। অভিযোগ ওঠে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে সইফুলকে। এই হত্যা মামলায় মৃত সইফপুলের বাবা জামালউদ্দিন ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। এরপর পুলিশের গাড়িতে হামলার মামলায় জেলে গিয়ে চিন্ময়কৃষ্ণকে জেরার অনুমতি পেয়ে গেল মহম্মদ ইউনুস প্রশাসনের পুলিশ।

এদিকে, জানা গিয়েছে, সাইফুল হত্যার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্যরা কোর্টে স্বীকারোক্তি দিয়েছেন। আইনজীবীর ঘাড়ে বঁটি দিয়ে দুটি কোপ দেওয়ার কথা রিপনের স্বীকারোক্তিতে রয়েছে বলে খবর। কিরিচ দিয়ে কোপানের কথা চন্দনের স্বীকারোক্তিতে রয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *