সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল সাহেব ভট্টাচার্যের একটি আপত্তিকর ভিডিয়ো। আর এক টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের ভিডিয়োও একইভাবে ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরপর দুটি ভিডিয়ো ভাইরাল হওয়ায় সমাজমাধ্যমে তৈরি হয় ব্যাপক শোরগোল।
কিছুদিন আগেই ঋত্বিক মুখোপাধ্যায় এই গোটা ব্যাপারটি নিয়ে সাইবার সেলের শরণাপন্ন হবেন বলে জানিয়েছিলেন। তবে এতদিন চুপ থাকলেও এবার এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য।
সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে একটি সাক্ষাৎকারে সাহেব জানান, এখন টেকনোলজির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না। ২০ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সগর্বে। টলিউডে একটি ক্লিন প্রোফাইলে রয়েছে তাঁর।
অভিনেতা আরও জানান, এই ধরনের আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে তাঁকে তাঁর জায়গা থেকে কেউ সরিয়ে দিতে পারবে না। এই গোটা ঘটনাই ঘটেছে প্রতিহিংসা থেকে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনও পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি। এই সমস্ত ভিডিয়োকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আমি। তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি। আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব। তবে এইসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই।’
প্রসঙ্গত, সাহেব এই মুহূর্তে অভিনয় করছেন ‘কথা’ ধারাবাহিকে। সুস্মিতা দে – এর বিপরীতে অভিনয় করছেন তিনি। তবে শুধু ধারাবাহিকে নয়, সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা।