ইজরায়েলে নতুন করে মিসাইল হানা ইরানের

Spread the love

শুক্রবার ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইজরায়েল রাষ্ট্রের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের পর ইজরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

টাইমস অব ইজরায়েলের খবরে বলা হয়েছে, দক্ষিণে বেরশেবা এলাকা এবং তেল আবিব ও জেরুজালেমে অসংখ্য বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চিকিৎসকদের কথা উল্লেখ করে ওই সংবাদ মাধ্য়ম জানিয়েছে, হাইফায় শ্রাপেলের আঘাতে এক কিশোরসহ দুজন আহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইজরায়েলি পুলিশ দুর্ঘটনাস্থলে আছে বলে নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি। দুই চিরশত্রু ইরান ও ইজরায়েলের মধ্যে শত্রুতা শুক্রবার অষ্টম দিনে পদার্পণ করেছে। ইজরায়েলের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা রাতভর তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ‘ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্প গবেষণা ও উন্নয়ন’ কেন্দ্রও রয়েছে। এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার ইজরায়লে শতাধিক ‘যুদ্ধ ও আত্মঘাতী’ ড্রোন ছোড়া হয়েছে।

ইজরায়েলে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত অন্তত ২৫ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। ইজরায়েলি হামলায় ২২৪ জন নিহত হয়েছে বলে রবিবার ঘোষণা করার পর থেকে ইরান তাদের হতাহতের সংখ্যার আপডেট দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর ইজরায়েলের হামলায় যোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন, কারণ সংঘাত অবসানে আলোচনার এখনও ‘উল্লেখযোগ্য’ সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *