ইডেন থেকে শেষমেশ আমেদাবাদেই সরল IPL 2025-এর ফাইনাল

Spread the love

সিএসবি-র যাবতীয় প্রচেষ্টা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগ, ক্রিকেট ভক্তদের বিক্ষোভ- কোনও কিছুই শেষমেশ কাজে এল না। ইডেন থেকে শেষ পর্যন্ত সরানোই হচ্ছে এই মরশুমের ফাইনাল। বৃষ্টির ছুতোয় আইপিএলের ফাইনাল কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহদের রাজ্য গুজরাটে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ২০২৫ আইপিএলের ফাইনাল।

আমেদাবাদেই নিয়ে যাওয়া হল ফাইনাল

এক সংবাদ বিজ্ঞপ্তিতে, বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন যে, প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে। নিউ চণ্ডীগড়ের নিউ পিসিএ স্টেডিয়ামে কোয়ালিফায়ার ওয়ান দিয়ে, যেখানে লিগ পর্বের শীর্ষ দু’টি দল অংশগ্রহণ করবে। ৩০ মে, শুক্রবার এলিমিনেটর ম্যাচের সঙ্গে, একই ভেন্যুতে তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী দলগুলির মধ্যে ম্যাচ হবে।

আর প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আমেদাবাদে। সেই সঙ্গে ফাইনাল ম্যাচটিও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ীর দলের মধ্যে লড়াই হবে ১ জুন (রবিবার)। আর ৩ জুন (মঙ্গলবার) ২০২৫ মরশুমের ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাইকিয়া বলেছেন, ‘শক্তিতে পরিপূর্ণ নাটকীয়তায় মোড়া, রোমাঞ্চে এবং বিনোদনে ভরা ৭০টি অ্যাকশন-প্যাকড লিগ-পর্বের ম্যাচের পর, স্পটলাইট প্লে-অফের দিকে চলে যাবে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, আমেদাবাদ, আইপিএল ২০২৫-এর আকর্ষণীয় ক্লাইম্যাক্স আয়োজনের জন্য প্রস্তুত।’

বঞ্চিত হল ইডেন

আবহাওয়ার অজুহাতেই আইপিএলের ফাইনাল সরানো হল ইডেন থেকে। বঞ্চিত করা হল কলকাতার ক্রিকেট প্রেমীদের। প্রসঙ্গত, পুরনো সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল এবং প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ হওয়ার কথা ছিল ইডেনে। হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায়, আবহাওয়ার কথা মাথায় রেখেই, প্লে-অফের ভেন্যু এখন বিসিসিআই নির্বাচন করছে বলে দাবি করা হয়েছে।

এক সপ্তাহের জন্য আইপিএল পিছানোয়, বদলে গেল নিয়ম

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। নতুন যে ক্রীড়া সূচি দেওয়া হয়েছিল, তাতে ইডেনের নাম ছিল না। তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল। আসলে আইপিএলের অলিখিত প্রথা হল, টুর্নামেন্ট ফাইনালে যে দু’টি টিম খেলে, পরের বছর সেই দুই ফ্র্যাঞ্চাইজির শহরে টুর্নামেন্টের ‘প্রাইজড’ ম‌্যাচগুলো ভাগাভাগি হয়ে যায়। চ‌্যাম্পিয়ন টিমের শহর পায় পরের বছরের উদ্বোধনী ম‌্যাচ। সঙ্গে একটা কোয়ালিফায়ার এবং ফাইনাল। কেকেআর গত বারের আইপিএল চ‌্যাম্পিয়ন টিম। সেই অনুযায়ী ইডেন ম্যাচ পেয়েছিল। কিন্তু আমেদাবাদে ম্যাচ নিয়ে যাওয়ার তাগিদে যাবতীয় নিয়মে জল ঢেলে দিয়েছে বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষ।

এই সময়ে সর্বত্রই কম-বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে, জুনের প্রথম দিকে কলকাতা বৃষ্টিপাতের প্রভাব খুব কমই পড়ে এবং গত কয়েক বছরের হিসেব দেখলে দেখা যাবে, জুনের প্রথম ১০ দিন আবহাওয়া নিয়ে কোনও সমস্যা সেভাবে দেখা যায় না। এমনটা দাবি কলকাতার সাধারণ মানুষেরও।

পাশাপাশি এটাও ঠিক যে, ভারতবর্ষের যে কোনও মাঠের তুলনায় ইডেনের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। অঝোর বৃষ্টি হলেও, তা থামার পর পঁয়তাল্লিশ মিনিটের মাঠ তৈরি করে খেলা শুরু করে দেওয়া সম্ভব। সিএবি-র তরফ থেকে এর আগে বোর্ডকে চিঠি লিখে সবটা জানানো হয়েছে। আগামী ৩ জুন ইডেন আইপিএল ফাইনাল আয়োজন করতে সব রকম ভাবে তৈরি বলেও জানিয়েছিল সিএবি কর্তারা। কিন্তু এই গল্পটা যে একেবারেই আলাদা।

রাজনীতির ছোঁয়া আইপিএলে

আসলে গুজরাট হল বিজেপি-র দুই শীর্ষ নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য। তার উপর আবার আইসিসি-র চেয়ারম্যান এখন অমিত পুত্র জয় শাহ। বিসিসিআইয়ের যাবতীয় সিদ্ধান্তই এখন বকলমে জয় শাহের অঙুলি হেলনেই নেওয়া হয়ে থাকে। এদিকে, রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি-র সম্পর্ক সাপে-নেউলে। আর এই কারণেই নাকি ইডেন থেকে আইপিএলের ফাইনাল সরিয়ে নিয়ে গিয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *