ভারতীয় মডেল ও ইনফ্লয়েন্সার অঞ্জলি ভার্মা মারা গেছেন। মাত্র ২৪ বছর বয়সে বুক ভরা অভিমান নিয়ে আত্মহত্যা করেন তিনি।গুজরাটের সুরাট এলাকার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অঞ্জলি। রোববার (৮ জুন) দিবাগত রাতে আত্মহত্যা করার সময় বাড়িতে কেউ ছিল না।
পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। রাত ২টায় তারা বাড়িতে এসে দেখতে পান অঞ্জলির ঘর ভেতর থেকে বন্ধ। ডাকলেও কোনো সাড়া দিচ্ছেন না। পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙে অঞ্জলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
হঠাৎ মডেল অঞ্জলির মৃত্যুতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর তিন দিন পেরোতেই গুজরাটের ডিসিপি বিজয় সিং সংবাদমাধ্যমে বলেন, আমরা তদন্ত শুরু করেছি। জানতে পেরিছি, মৃত্যুর একদিন আগে অঞ্জলি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। যাতে তিনি লেখেন, আজ আমি বুঝতে পেরেছি যে আমি তোমার যোগ্য নই।
ডিসিপি বিজয় সিং আরও বলেন, ইনস্টাগ্রাম স্ক্রল করে আরও জানা যায়, এর আগে একটি পোস্টে অঞ্জলি লিখেছেন, সবকিছু হারিয়ে গেলে কিছু যায় আসে না, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে কষ্ট হয়। তাই ধারণা করা হচ্ছে, তিনি কোনো অভিমানে আত্মহত্যা করেছেন।
পরিবার বলছে, অঞ্জলির বিয়ে ঠিক হয়েছিল। এ বছর বিয়ের তারিখ চূড়ান্ত থাকলেও হঠাৎ তার হবু শাশুড়ি মারা যাওয়ায় বিয়ে ২০২৬ সালে পেছানো হয়। বিষণ্নতা থেকে আত্মহত্যা করতে পারেন এ মডেল।

উল্লেখ্য, মৃত্যুর আগে হবু স্বামীর সঙ্গে যোগাযোগ করেছিলেন অঞ্জলি। কিন্তু সে সময় তিনি কোনো উত্তর দেননি।
গুরুত্বপূর্ণ তথ্য:
** যেকোনো ধরনের মানসিক সমস্যার চিকিৎসা সম্ভব।
** মনে রাখবেন, বর্তমানের খারাপ সময় কিন্তু চিরস্থায়ী নয়। আত্মহত্যার মতো চিন্তা এলে ‘একটু থামুন, নিজেকে আরেকবার সুযোগ দিন।’
** আপনার বর্তমান সমস্যা সমাধানে বা আপনার মানসিক কষ্ট কমানোর জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নিন।