খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘নাদানিয়া’। খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খানের এই ছবি দুর্ভাগ্যবশত মন জিততে পারেনি দর্শকদের। দুই তারকা সন্তানের অভিনয় নিয়েও বেশ সমালোচনা করা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে অভিনয় নিয়ে সমালোচনা করার পাশাপাশি ইব্রাহিমের নাক নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে দেখা যায় এক পাকিস্তানি সমালোচককে।
তমুর ইকবাল নামে এক পাকিস্তানি চলচ্চিত্র সমালোচক ইব্রাহিমের অভিনয় নিয়ে সমালোচনা করার পাশাপাশি তিনি ইব্রাহিমের নাক নিয়েও কটাক্ষ করেন। বিষয়টি বডি শেমিংয়ের পর্যায় পৌঁছে যাওয়ার পর ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ইব্রাহিম একটি বড় মেসেজ পাঠান।
ইব্রাহিম ওই পাকিস্তানি সমালোচকের উদ্দেশ্যে লেখেন, ‘তোমার নামটা অনেকটা আমার ভাইয়ের মতো। তবে তুমি একটি আবর্জনা মাত্র। যেহেতু তুমি তোমার নিজের কথাকে আয়ত্তে রাখতে পারো না, তাই একটা কথাই বলব কাউকে বিরক্ত করো না। তোমার কথা তোমার মতোই অপ্রাসঙ্গিক। তোমার এবং তোমার পরিবারের জন্য খারাপ লাগছে। কোনওদিন যদি তোমায় রাস্তায় দেখি তাহলে তোমাকে আরও কুৎসিত বানিয়ে দেবো।’
ইব্রাহিমের পাশাপাশি এবার অভিনেতার বন্ধু পলক তিওয়ারি এই বডি শেমিং নিয়ে সরাসরি কথা বলেন নয়নদীপ রক্ষিতের সঙ্গে চলা একটি সাক্ষাৎকারে। অভিনেতা-অভিনেত্রীদের যে ক্রমাগত এমন কটাক্ষ শুনতে হয়, সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি।

পাকিস্তানি সমালোচকের নিন্দায় মুখর হয়ে পলক বলেন, ‘এখন সেলিব্রিটিদের থেকে যেটি সব থেকে বেশি বিক্রি হয় সেটি হল সেলিব্রিটিদের নিয়ে করা সমালোচনা। এই সমাজে মানুষ খুব সহজে অন্যকে সমালোচনা করতে পারে। আপনারা প্রথমে সেলিব্রিটিদের কোনও বিষয় নিয়ে প্রশ্ন তোলেন, তারপর যদি সে সেটি পাল্টে নেয়, তখন আবার সেই ব্যাপারটি নিয়েও সমালোচনা করেন। এটা একেবারেই ঠিক নয়।’
অভিনেত্রী আরও বলেন, ‘প্রথমে একজন ব্যক্তিকে তাঁর চেহারার জন্য বডি শেমিং করা হয়, পরে যখন সেই মানুষটি নিরাপত্তাহীনতায় ভোগে এবং নিজের শরীরে পরিবর্তন আনে তখন আবার সেই বিষয়ে সমালোচনা শুরু হয়। আসলে এটি একটি চক্র। আপনার নাক, চুল, শরীরের ওজন এমনকি আপনার অভিনয় নিয়েও সমালোচনা করা হয় ক্রমাগত। যদি আপনার সঙ্গে এটি না হয় তাহলে বলতে হবে আপনি ভাগ্যবান।’
প্রসঙ্গত, ২০২০ সালে ইব্রাহিম এবং পলকের প্রেমের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। বহু জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের। পলকের ‘দ্যা ভূতনি’ ছবিটির বিশেষ প্রদর্শনীর সময় ইব্রাহিমকে পলকের ভাইয়ের সঙ্গে খেলতেও দেখা যায়। যদিও তারকা যুগল নিজেদের শুধুমাত্র ভালো বন্ধু বলেই দাবি করেন।