ইরফান খান পুত্রের সেই বিতর্কিত মন্তব্যে মুখ খুললেন করণ জোহর

Spread the love

চলতি মাসের শুরুর দিকে ঘটনা। গত ৪ মে ইনস্টাগ্রামে কান্নাকাটি করে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ইরফান খানের ছেলে বাবিল। যেখানে তাঁকে কয়েকজন অভিনেতার নাম উল্লেখ করতে শোনা যায় এবং ইন্ডাস্ট্রি সম্পর্কেও তিনি বেশকিছু কথা বলেন। যদিও এই নামগুলি নিয়ে তিনি তাঁদের উদ্দেশ্যে ঠিক কী বলেছিলেন, তা স্পষ্ট ছিল না। পরে বাবিল সেই ভিডিওটি ডিলিট করে দেন। পরে যে তারকাদের নাম তিনি নিয়েছিলেন তাঁদের অনেককেই বাবিলকে সমর্থন করতে দেখা যায়। আর এবার এই বিষয়ে মুখ খুলেছেন করণ জোহর। তিনি জানান যে ভিডিওটি দেখার পরে তাঁর খুবই খারাপ লেগেছিল।

ঠিক কী বলেছেন করণ জোহর?

গালাটা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, অভিভাবক হিসেবে তাঁর খুব খারাপ লাগছে। তিনি বলেন, ‘বাবিলকে আবেগপ্রবণ দেখে একজন অভিভাবকের যেমন খারাপ লাগে, আমারও তেমনই খারাপ লেগেছিল। বুঝতে পেরেছি কারণ আমারও সন্তান আছে।

ভিডিওতে বাবিলের মুখে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, শানায়া কাপুর, অরিজিৎ সিং, অর্জুন কাপুর, আদর্শ গৌরবের নাম শোনা গিয়েছিল। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাবিলের পরিবারের সদস্যরা একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি স্পষ্ট করে জানান, সেখানে তারা বাবিলের প্রশংসা করছেন।

পরিবারের তরফে বিবৃতি

ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার ও তাঁদের পরিবারের তরফে পরিবারের তরফে বিবৃতিতে বলা হয়, ‘বাবিল অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিং-এ নাম নিয়েছিলেন। তবে সেটা তাঁরা হেনস্থা করেছেন বলে নয় বরং তাঁরা পাশে থেকেছেন এটাই বলার চেষ্টা করেছেন বাবিল।’

এদিকে পরে ইরফান পুত্র নিজেই বলেন, ‘আমার ভিডিওটির অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি (অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট) অনন্যা পাণ্ডে, শানয়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রঘব জুয়াল, অরিজিৎ সিংরা কীভাবে পাশে থেকেছেন সেটাই তুলে ধরতে চেয়েছিলাম।’ পরে বাবিল যাঁদের নাম নিয়েছিলেন তাঁরা সবাই বাবিলের সমর্থনে পোস্ট করেন।

বাবিলের ভিডিয়োতে ঠিক কী ছিল?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাব ভিডিওতে, কান্না চেপে বাবিল বলেছিলেন, ‘আমি যা বলতে চাই তা হল, আমি শুধু আপনাদের জানাতে চাই যে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিং-এর মতো লোকজন আছেন। আরও অনেক নাম আছে। বলিউড এতটা f*****। বলিউড এতটা নষ্ট।’

এদিকে আবার সাক্ষাৎকারে ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর অভিনীত ‘নাদানিয়া’ সিনেমা নিয়ে যে ট্রোলিং হয়েছে, সেবিষয়েও কথা বলেন করণ। বলিউডের পরিচালক-প্রযোজক বলেন, ‘ঘৃণা করা আজকাল মূর্খদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আপনারা যত বেশি এদের ঘৃণা করছেন, তত বেশি তাঁদের ভিডিও সামনে আসছে এবং ওদের ব্যস্ততা বাড়ছে। লোকেরা নেপো কিডদের ট্রোল করতে ভালোবাসেন, তবে আমাদের এগিয়ে যাওয়াটাই কাজ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *