ইরানের মিসাইল হামলার ভয়ংকর ভিডিও প্রকাশ

Spread the love

ইরানের মিসাইল হামলার কেন্দ্রবিন্দুতে আছে ইসরাইলের বন্দরনগরী হাইফা। গত কয়েকদিনের মিসাইল হামলায় ইসরাইলি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছ। এবার হাইফাতে ইরানের একটি মিসাইলের ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এলো।শুক্রবার (২০ জুন) এলি কাওয়াজ নামে এক ব্যক্তির সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, হাইফায় আঘাতের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ


ভিডিওটি মিসাইলের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা। এতে দেখা গেছে, সমুদ্র উপকূলবর্তী কোনো টার্গেটে ইরানের মিসাইল আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ ঘরে।


বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আল-জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করেছে। এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরাইলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায়।

এর আগে ইসরাইলের পক্ষ থেকে ইরানের আরেক দফা মিসাইল হামলার কথা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ক্ষেপণাস্ত্রগুলো দেশজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।  এরমধ্যে রয়েছে উত্তরের হাইফা এবং দক্ষিণের বিরশেভা এলাকা। বিরশেভা সম্প্রতি ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।


জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে।

ইসরায়েলের চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা জানিয়েছে, এই দফায় হামলায় ইরানের প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরান সাধারণত বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালায়। এরমধ্যে অনেক হামলা ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়। তারপরেও উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল এবং ড্রোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *