যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলায় দুই দেশে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরাইল জানিয়েছে, বিরসেবায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার (২৪ জুন) ইরানের হামলায় মোট চারজন নিহত হয়েছেন।ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর আগে এক ঘণ্টায় ইরান ইসরাইলে ছয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় বিরসেবায় অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হন।
মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’

এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে।
এদিকে ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরাইল সব উদ্দেশ্য অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহু গত রাতে প্রতিরক্ষামন্ত্রী এবং মোসাদের প্রধানসহ তার মন্ত্রিসভার সদস্যদের সাথে দেখা করে রিপোর্ট করেছেন যে, ইসরাইল অপারেশন রাইজিং লায়ন-এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।’