ইরানের হামলায় দুই শতাধিক ইসরাইলি নিহত

Spread the love

টানা তিন দিন ধরেই ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরাইলে এখন পর্যন্ত ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০০ জন। অন্যদিকে ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে একটি অ্যাপার্টমেন্ট ভবন সরাসরি ইরান হামলা চালালে ছয়জন নিহত হন।


ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়েছেন বলে জানানো হয়েছে। এই হামলায় কমপক্ষে ১৮০ জন আহত হয়েছেন।

এদিকে, ইরানের অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় লোয়ার গ্যালিলির তামরা গ্রামে খতিব পরিবারের চার সদস্য নিহত হন। তাদের বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলায় ১৪ চৌদ্দ জন আহত হন।

এদিকে ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার রাতভর ইসরাইল ও ইরান নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যা উত্তেজনা আরও বাড়িয়েছে এবং বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

ইসরাইলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর, ইরান বন্দর শহর হাইফাসহ ইসরাইলজুড়ে অসংখ্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া রোববার ভোরে, তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইসরাইল।

এর আগে শুক্রবার ইসরাইল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করে ইরান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *