ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরাইল ‘সরাসরি’ হামলা চালিয়েছে।বিবিসি ওই হাসপাতালে ক্ষয়-ক্ষতির ভিডিও যাচাই করেছে। তবে হাসপাতালটিকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতকালে হাসপাতালে কোনো হামলা চালানো যাবে না। এই আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়।
ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন বাঘাই।
এদিকে তেহরানের পশ্চিমাংশে সোমবার আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল।

তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান কর্তৃপক্ষ।