ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Spread the love

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর তেহরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরান বেসামরিক উদ্দেশে পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানানোর পরই মূলত সোমবার (২৮ জুলাই) এই হুমকি দেন ট্রাম্প।

স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ‘খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত’। 

তিনি আরও বলেন, 

তাদের (ইরানের) এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। তবে তারা আবার শুরু করতে পারে। আর যদি তারা সেটি করে, তাহলে আমরা এটিকে এত দ্রুত ধ্বংস করে দেব যে তারা আঙুল তুলে তা দেখানোরও সুযোগ পাবে না।

‘আমরা এটা আনন্দের সাথ এবং খোলাখুলিভাবেই করব’, বলেন ট্রাম্প। 

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সাথে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকারের কথা জোর দিয়ে বলার পরই এমন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *