ইরানে ইসারাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এক বিবৃতিতে দুই দেশের উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন।শুক্রবার (১৩ জুন) রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যে একটি অভিযানের শুরুতে তারা পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্যবস্তু করেছে।
এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরাইলি বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়।
এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয়জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন।
এছাড়া বেশ কিছু ভবন এবং স্থাপনা ধ্বংস হয়েছে। ইরানের বেশি কিছু পরমাণু গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে ইসরাইল।

অপরেশন রাইজিং লায়ন- নামে ইসরাইলের এই হামলা চলাকালে ইরানও বেশি কিছু ড্রোন ছোড়ে। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।