ইরানে ইসরাইলি হামলার কঠোর প্রতিক্রিয়া জানাল তুরস্ক

Spread the love

ইরানে ইসরাইলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানে হামলার ঘটনায় এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইরানে ইসরাইলি হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ অভিহিত করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে দেশটি। 

ইরানে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এমন পদক্ষেপ প্রমাণ করে যে তারা ‘কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না’। 

ইসরাইলকে ‘আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলার পর, এখন ইরানের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘এখন যেহেতু আল-কুদস (জেরুজালেম) দখলকারী সন্ত্রাসী সরকার সব রেড লাইন অতিক্রম করেছে… তাই এই অপরাধের প্রতিক্রিয়া জানানোর কোনো সীমা নেই।’

এদিকে ইরানে কয়েক দফা হামলা চালানোর পর ‘প্রতিশোধমূলক প্রতিক্রিয়া’ হিসেবে ইসরাইলের দিকে তেহরান থেকে প্রায় ১০০টি অ্যাটাক বা আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ড্রোন হামলার আতঙ্কে এরইমধ্যে ইসরাইলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

তবে এরইমধ্যে ইরানের পাঠানো সব ড্রোন ভূপাতিত করা দাবি করেছে ইসরাইলি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *