ইরানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুললেন শি জিনপিং

Spread the love

উত্তেজনা এড়াতে ইসরাইল-ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে, বেইজিং শান্তি প্রতিষ্ঠায় ‘গঠনমূলক ভূমিকা পালন’ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

শি জিনপিং বলেন, ‘সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব সংঘাত কমানোর জন্য কাজ করা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত চীন।’ 

প্রতিবেদন মতে, কাজাখস্তানের আস্তানায় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সাথে আলোচনার সময় শি জিনপিং বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।’

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, 

আমরা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি। সামরিক সংঘাত সমস্যার সমাধান নয় এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বেইজিং ইরান ও ইসরাইলে বসবাসকারী চীনা নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছে। 

মঙ্গলবার (১৭ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনের কিছু নাগরিককে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *