ইরানে একদিনেই ২৯ জনের ফাঁসি কার্যকর

Spread the love

ইরানে একদিনেই অন্তত ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এক প্রতিবেদনে জানায়, বুধবার (৭ আগস্ট) ইরানে ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। এদের মধ্যে ২৬ জন দেশটির রাজধানী তেহরানের বাইরে কারাজ এলাকার ঘেজেলহেসার কারাগারে বন্দী ছিল। আর বাকি তিনজন কারাজ সিটি জেলের বন্দী ছিলেন।

তারা দেশটির রাজধানী তেহরানের বাইরে কারাজ এলাকায় অবস্থিত ঘেজেলহেসার কারাগারে ছিল।

ইরানে নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক আইন রয়েছে। এ আইন লঙ্ঘনের অভিযোগে ইরানি মাহসা আমিনিকে (২২) গ্রেফতার করা হয়। কারাবন্দী থাকা অবস্থায় ২০২২ সালে আমিনির (২২) মারা যান। এ ঘটনায় দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এ সময় একাধিক বিক্ষোভকারী  আটক হন।

এ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। আর এর একদিন পরই বুধবার দেশটি ২৯ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান।

অভিযোগ রয়েছে, এখন ইরান সরকার ওই বিক্ষোভের সময় যাদের আটক করেছিল তাদের ফাঁসি দিচ্ছে।

এদিকে জানা গেছে, এসব আসামির বিরুদ্ধে হত্যা, মাদক ও ধর্ষণ মামলা ছিল। এছাড়াও এদের মধ্যে দুজন আফগান নাগরিক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *