ইরানে হামলার পর নেতানিয়াহুর ভিডিওবার্তা

Spread the love

ইরানে ক্ষমতাসীন সরকারকে ‘দুষ্ট ও নিপীড়ক’ উল্লেখ করে তার বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘ইরানের জনগণের জন্য সময় এসেছে তাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকার ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার। দুষ্ট ও নিপীড়ক শাসন থেকে মুক্ত হওয়ার।’


ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় ২০০টিরও বেশি ইসরাইলের হামলার পর  ভিডিও বিবৃতিতে এসব কথা বলেন নেতানিয়াহু।

তিনি আরও বলেন, ‘ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি, তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে। আমাদের লড়াই সেই ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে যারা আপনাদের নিপীড়ন করে এবং দরিদ্র করে তোলে।’

নেতানিয়াহু বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জনের সাথে সাথে, আমরা আপনাদের স্বাধীনতা অর্জনের পথও পরিষ্কার করছি।’  

গত ১৩ জুন ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইল।  এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। এছাড়া ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *