ইরান কারও মাধ্যমে ইসরাইলকে কোনও বার্তা পাঠায়নি

Spread the love

কোনো দেশের মাধ্যমে ইসরাইলকে বার্তা পাঠায়নি বলে জানিয়েছে ইরান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেসের দাবিকে অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের’কে বাকাই বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো দেশের মাধ্যমে ইসরাইলকে কোনও বার্তা পাঠায়নি।’


এতে বলা হয়, সাইপ্রাস প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান তাকে অনুরোধ করেছে যেন তিনি ইসরায়েলের কাছে “কিছু বার্তা” পৌঁছে দেন। আজই তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।


তবে ইরান কী বার্তা দিয়েছে সে বিষয়ে ক্রিস্টোডুলিদিস বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংকটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখা হচ্ছে তাকে “ধীর গতির” বলে অসন্তোষ প্রকাশ করেছেন।


তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে কাছের ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে সাইপ্রাস ইইউ পররাষ্ট্রবিষয়ক পরিষদে একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

তবে ক্রিস্টোডুলিদিসের বক্তব্য অস্বীকার করেছে ইরান। দেশটির পরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা করো মাধ্যমে ইসরাইলকে কোনো বার্তা দেয়নি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাগচি বলেছিলেন, “ইসরাইল যদি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে, তবে আমাদের হামলাও শেষ হবে।”


বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আমরা আত্মরক্ষা করছি; আমাদের প্রতিরক্ষা পুরোপুরি বৈধ। এই প্রতিরক্ষা হলো আগ্রাসনের জবাব। যদি আগ্রাসন বন্ধ হয়, স্বাভাবিকভাবেই আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।”


তবে ইসরাইলের পক্ষ থেকে হামলা বন্ধের কোনো ইঙ্গিত মেলেনি। ইসরাইলি নেতারা বরং ইরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। দেশটির সশস্ত্র বাহিনী এই হামলার নাম দেয় ‘অপারেশন রাইজিং লায়ন’। জবাবে ড্রোন এবং বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান।


টানা তিন দিন ধরে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চলিয়ে যাচ্ছে। এতে দুই দেশের বহু স্থাপনা ধ্বংস হয়েছে। উভয়পক্ষের কয়েকশত মানুষ হতাহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *