ইরান থেকে উদ্ধার ১১০ ভারতীয় পড়ুয়া! কবে ফিরবেন দেশে?

Spread the love

ইরান থেকে ফিরিয়ে আনা অন্তত ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে একটি বিমান বুধবার রাতে দিল্লি পৌঁছবে। কাশ্মীর থেকে আসা ৯০ জনসহ ১১০ জন পড়ুয়াকে আগেই নিরাপদে আর্মেনিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল।

জে অ্যান্ড কে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পড়ুয়ারা আর্মেনিয়া থেকে দোহায় পৌঁছেছিল, সেখান থেকে তারা নয়াদিল্লির উদ্দেশ্যে একটি বিমান ধরে। দোহা থেকে দিল্লিগামী বিমানটি রাত ১০.১৫ নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। ইরানে চার হাজারেরও বেশি ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের প্রায় অর্ধেকই শিক্ষার্থী। অনেক পড়ুয়া জম্মু ও কাশ্মীর থেকে এসেছেন এবং মেডিকেল এবং অন্যান্য পেশাদার কোর্সে ভর্তি হয়েছিলেন। এর আগে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির খুহামি হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, বেশিরভাগ শিক্ষার্থী ইরানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাশ্মীর উপত্যকা থেকে নব্বই জন পড়ুয়া এবং বিভিন্ন রাজ্যের অন্যান্য পড়ুয়া নিরাপদে আর্মেনিয়ায় এসেছেন। তাদের বেশিরভাগই উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় দূতাবাস সমস্ত রকম সাহায্য করার লক্ষ্যে নিরন্তর যোগাযোগ রাখছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দূতাবাসের ব্যবস্থায় নিরাপত্তার কারণে তেহরানে থাকা ভারতীয় পড়ুয়াদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *