ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা

Spread the love

দেশ হোক অথবা বিদেশ, ইসকনের রাধাকৃষ্ণ মন্দিরে বা মন্দির চত্বরে যে আমিষ খাওয়া অনুচিত, এই কথা সকলেই জানেন। কিন্তু সম্প্রতি লন্ডনের ইসকন রাধা কৃষ্ণ মন্দির চত্বরের একটি নিরামিষ রেস্তোরাঁয় এক যুবককে মুরগির মাংস খেতে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। ভিডিয়ো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যতম সঙ্গীতশিল্পী বাদশা।

কী রয়েছে ভিডিয়োয়?

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন যুবক রেস্তোরাঁয় ঢুকে কর্মীদের জিজ্ঞাসা করেন, এটা কি নিরামিষ রেস্টুরেন্ট? এখানে কী মাংস পাওয়া যায়? কর্মীরা বলেন, না, এই রেস্তোরাঁয় মাংস পাওয়া যায় না। এটি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। তারপরেই হঠাৎ ওই যুবককে সকলের সামনে কেএফসি-র বাক্স থেকে মুরগির মাংস খেতে দেখা যায়।

যুবকের ওই কাণ্ডকারখানা দেখে ক্ষুব্ধ কর্মী থেকে শুরু করে গ্রাহক সকলেই। বারবার তাকে বারণ করা সত্ত্বেও সে সেখানেই দাঁড়িয়ে মাংস খেতে থাকে। অবশেষে রেস্তোরাঁর এক কর্মী জোর করে ওই যুবককে রেস্টুরেন্ট থেকে বের করে দেন। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই যুবককে নিয়ে নিন্দায় সরব হন সকলে।

যুবকের নিন্দায় মুখর হতে দেখা যায় অন্যতম সঙ্গীতশিল্পী বাদশাকেও। X হ্যান্ডেলে বাদশা লেখেন, ‘ওই মুরগির মাংসটাও হয়তো লজ্জা পাচ্ছিল। ও মাংস খাওয়ার জন্য ক্ষুধার্ত ছিল তা নয়, ও জুতোপেটা খাওয়ার জন্যও ক্ষুধার্ত ছিল। আপনি যেটা বোঝেন না তাকে অন্তত সম্মান করুন। এতে আপনারই সম্মান বাড়ে।’

বাদশা ছাড়া ভিডিয়োয় কমেন্ট করেছেন বহু মানুষ। একজন লিখেছেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক ঘটনা। তিনি ক্ষুধার্ত ছিলেন না বরং ইচ্ছাকৃত একটি পবিত্র স্থানকে অপবিত্র করলেন।’ অন্য একজন লিখেছেন, ‘এটি অপ্রয়োজনীয় এবং অত্যন্ত খারাপ একটি ঘটনা। ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *