ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

Spread the love

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে একটি ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তেহরান। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্র-অধিভুক্ত ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।ফার্স এর তথ্য অনুসারে, মধ্য ইরানের ইসফাহান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ‘নাতানজ স্থাপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রতিরক্ষামূলক বলয়ের (কার্যকরী এলাকা) ভেতরে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।’


এই ঘোষণাটি টেলিগ্রামে পোস্ট করা হয়। এতে মাটিতে পড়ে থাকা ধ্বংসাবশেষ এবং ভাঙা যন্ত্রপাতির ছবিও দেখা গেছে।


আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, নাতানজকে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় যেখানে ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়।

সাম্প্রতিক হামলায় ইসরাইল এই পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে জানানো হয়। স্যাটেলাইট ছবিতে এর উল্লেখযোগ্য ক্ষতি দেখা গেছে। যার মধ্যে রয়েছে নাতানজের প্রধান বিদ্যুৎ সরবরাহ ভবন এবং জরুরি ও ব্যাক-আপ জেনারেটরের ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *