নানা আশঙ্কার মধ্যেই শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও মিলেছে হতাহতের খবর। তবে ইসরাইলি বাহিনী এর মধ্যেই আরেক বিস্ফোরক দাবি করেছে।
ইসরাইলের দিকে তাক করে রাখা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরাইলি বিমান বাহিনী। প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত একটি ভিডিও।
ইরানের অন্যান্য অস্ত্রশস্ত্রের ওপরও হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এদিকে ইসরাইলি বিমানবাহিনীর প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরান হামলায় অংশ নেয় বলে দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী।
প্রতিবেদন মতে, যুদ্ধবিমানগুলো ১০০টিরও বেশি স্থানে ৩৩০টির বেশি গোলা ফেলেছে। আইডিএফ পরে ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, শুক্রবার ভোরে ইসরাইলি বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানে হামলার জন্য রওনা হচ্ছে এবং হামলার পর অবতরণ করছে।
অন্যদিকে পাল্টা জবাব দিতে তেল আবিবের দিকে শতাধিক ড্রোন পাঠিয়েছিল ইরান। তবে সেগুলো প্রতিহতের দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদেনে বলা হয়, ‘ইসরাইলের দিকে ছোড়া সব ড্রোন সফলভাবে আটকানো হয়েছে।’