গাজা থেকে ইসরাইলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। কিন্তু রকেট দুটি সীমান্তবর্তী এলাকায় একটি খোলা জমিতে পড়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার সকালে সাইরেন বাজানোর পর, গাজা উপত্যকার সীমান্তবর্তী এলাকায় দুটি প্রজেক্টাইল পড়তে দেখা যায়।’
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজায় ইসরাইলের যুদ্ধ চলার পর গাজা থেকে রকেট ছোড়ার ঘটনা খুব কমই ঘটেছে।
শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হন।

এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা চালায় ইরান। শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইরানের চালানো হামলায় তিনজন ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, শনিবার ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় তেল আবিব, জেরুজালেম এবং তেহরানে তীব্র গুলি বিনিময় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।