ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

Spread the love

শর্তসাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বলেছে, তেল আবিব যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরাইলকে স্বীকৃতি দিতে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক।

বুধবার (২৮ মে) জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। 

তিনি আরও বলেন, তার প্রত্যাশা, ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে ফ্রান্স যে সিদ্ধান্ত নিয়েছে তা অব্যাহত রাখবে।

অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ারও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। সুবিয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়া স্পষ্ট করে জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।’

ইসরাইল রাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়া বরাবরই উন্মুক্ত কূটনৈতিক সম্পর্ক এড়িয়ে আসছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকার ইসরাইলের সাথে সীমিত যোগাযোগ বজায় রেখেছিল। তবে তা প্রধানত বাণিজ্যের ক্ষেত্রে।

গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে ইন্দোনেশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। গত বছরের শুরুর দিকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *