ইসরাইলের সাথে যুদ্ধে ৪ হাজার যোদ্ধা নিহত

Spread the love

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার জেরে তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ অনেক জ্যেষ্ঠ সদস্য নিহত হন। গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতির আগে ইসরাইলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর ৪ হাজার সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সৌদি নিউজ চ্যানেল আল-হাদাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সাথে যুদ্ধের সময় প্রায় ৪ হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে যোদ্ধা, কমান্ডার এবং জ্যেষ্ঠ সদস্যও রয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরাইলি বাহিনী হত্যার পর প্রায় ২ হাজার হিজবুল্লাহ সদস্য পালিয়ে গেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

আল হাদাত বলছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধে ব্যাপক হতাহত হওয়া সত্ত্বেও এখনও হিজবুল্লাহর প্রায় ৬০ হাজার সদস্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক সময় লেবাননের লিতানি নদীর দক্ষিণের ৮০ শতাংশ এলাকা হিজবুল্লাহর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল। তবে গত বছরের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ওই এলকাটি এখন লেবাননে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।

আল হাদাতের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে তাদের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এছাড়া গোষ্ঠীটি তাদের মাঝারি ও ভারী অস্ত্রশস্ত্রের বেশিরভাগই হয় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে অথবা লেবাননের সেনাবাহিনী সেগুলো জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *