ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুড়ল ইরান

Spread the love

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান এবং ইসরাইল উভয় পক্ষই।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরাইলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরাইলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


এই ঘোষণা আসে ঠিক কয়েক মিনিট পর, যখন ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।


ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেনাবাহিনী নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উত্তর ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠছে। অল্প কিছুক্ষণ আগে মধ্য ইসরাইল ও জেরুজালেম অঞ্চলেও সাইরেন বাজে।


যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানে নাগরিকদেরকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

গত শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল।  দেশটির সশস্ত্র বাহিনী এই হামলার নাম দেয় ‘অপারেশন রাইজিং লায়ন’। জবাবে ড্রোন এবং বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান।


টানা তিন দিন ধরে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চলিয়ে যাচ্ছে। এতে দুই দেশের বহু স্থাপনা ধ্বংস হয়েছে। উভয়পক্ষের কয়েকশত মানুষ হতাহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *