ইসরাইল বিজয় অর্জনের পথে

Spread the love

ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরাইল ‘বিজয় অর্জন করতে যাচ্ছে’ বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সোমবার (১৬ জুন) ইসরাইলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে এমন দাবি করেন নেতানিয়াহু। এর আগে, তেহরানের আকাশে ‘পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন’ করার দাবি করেন ইসরাইলের সামরিক বাহিনী কর্মকর্তারা। খবর বিবিসি’র।

সেইসঙ্গে, ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ‘এক তৃতীয়াংশ ধ্বংস’ করে দেয়ারও দাবি করেন তারা। 

সেই দাবিই পুনর্ব্যক্ত করে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি: পারমাণবিক হুমকি এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা।’

এসময়, ইসরাইলের বেসামরিক নাগরিকদেরকে ইরান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলেও দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনাদের ধন্যবাদ। সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং সফল হবো। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা (যুদ্ধ) চালিয়ে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *