উত্তরাখণ্ডে ভেঙে পড়ল কপ্টার! উদ্বেগ প্রকাশ মমতার

Spread the love

আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই এবার উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা। এনিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়(Mamata Banerjee)।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার পরে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন,অত্যন্ত দুঃখের সঙ্গে আবার একটি অসামরিক বিমান দুর্ঘটনা আজ সকালে। এবার উত্তরাখণ্ডে। কেদারনাথ-গৌরীকুন্ড গুপ্তকাশী এলাকায়। পাইলট ও শিশু সহ ৭জন ছিলেন হেলিকপ্টারে। উদ্ধারকাজ কী হয় সেদিকে অপেক্ষায় রয়েছি আমরা। যাঁরা ছিলেন ওই হেলিকপ্টারে তাঁদের জন্য প্রার্থনা করছি। লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার মধ্যেই এই কপ্টার ভেঙে পড়ে। ভোর ৫টা ১৭ মিনিটে কেদারনাথ হেলিপ্যাড থেকে রওনা দেয় হেলিকপ্টারটি। কিছুক্ষণ পরেই রুদ্রপ্রয়াগে হেলিকপ্টারটি জরুরী অবতরণ করার চেষ্টা করে। গৌরীকুন্ডের কাছে ভেঙে পড়ে কপ্টারটি। জঙ্গলের মধ্য়ে কপ্টারটি ভেঙে পড়ে। সেখানে পাইলট সহ ৬জন ছিলেন। ওই কপ্টারে এক শিশুও ছিল বলে খবর। ওই কপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে খবর।

গোটা ঘটনায় সরকার ও হেলিকপ্টার সংস্থার চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কপ্টার দুর্ঘটনার পরে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *