উত্তাল লস অ্যাঞ্জেলেস! আটক ৪৪

Spread the love

অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। তবে বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ থেকে অন্তত ৪৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)।

যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে গত শুক্রবার (৬ জুন) লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নামে শত শত মানুষ। যা শনিবার (৭ জুন) দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। 

শনিবার বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও পিপার স্প্রে ব্যবহার করে। শুরু হয়ে আটক অভিযান। কয়েক ঘণ্টার মধ্যে আটক হয় ৪৪ জন। 

এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত।

কিন্তু প্রেসিডেন্টের এ পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বে হস্তক্ষেপ এবং জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা। আইসিই শহরে আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ও তার সাবেক বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্কের নানা সিদ্ধান্ত ঘিরে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তৈরি হয়। 

এরই ধারাবাহিকতায় নিউইয়র্কের একটি টেসলা শোরুমের সামনে শনিবার জড়ো হন কয়েক ডজন প্রতিবাদকারী। ব্যানার হাতে, স্লোগানে মুখর তারা সরাসরি অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *