উপর থেকে নীচের রাস্তায় এসে পড়ল তাঁর শরীর

Spread the love

বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিংয়ের একেবারে সামনে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়া নিয়ে দানা বেঁধেছে রহস্য। প্রাথমিকভাবে জানা গিয়েছেন ওই ভবনের উপর থেকেই সটান নীচে পড়েন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। কিন্তু, কীভাবে তিনি নীচে পড়লেন, কেন তিনি ওই বিল্ডিংয়ে এসেছিলেন, সেসব কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকী, এই ঘটনাটি আজ (মঙ্গলবার – ২৭ মে, ২০২৫) সকালে ঘটলেও এদিন বিকেল পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় সামনে আসেনি।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিংয়ে আসেন। নিরাপত্তারক্ষীদের প্রশ্নের উত্তরে জানান, তিনি একজন আইনজীবী। এরপর ভিতরে ঢুকে যান। এর কিছুক্ষণ পরই বিল্ডিংয়ের উপর থেকে নীচে, রাস্তার উপর ভারী কিছু একটা পড়ার শব্দ পাওয়া যায়। নিরাপত্তারক্ষীরা সেই শব্দ লক্ষ্য করে ছুটে যান।

তাঁরা দেখতে পান, কিছুক্ষণ আগেই যে ব্যক্তি ভবনে ঢুকেছিলেন, তিনিই সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্য়েই ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা শুরু করে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের তাঁর ছবি দেখানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন থানাতেও মৃত ব্যক্তির ছবি পাঠানো হয়েছে। কিন্তু, ওই ব্যক্তি নিজেই ভবনের উপর থেকে ঝাঁপ দিয়েছেন, নাকি কেউ তাঁকে খুন করতে ঠেলে ফেলে দিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আবার, এটা যে কোনও দুর্ঘটনা নয়, সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। পুলিশ আপাতত মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *