তোমাকে শাড়িতে দেখতে দারুন লাগে, সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই মিমে ভরে গিয়েছে চারিদিক। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঋজু বিশ্বাসের তরফ থেকে পাঠানো কিছু মেসেজ। কিন্তু তারপরে যা ঘটলো তা ছিল স্বপ্নাতীত।একের পর এক মহিলা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে থাকেন মেসেঞ্জারের স্ক্রিনশট। অপরিচিত থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, সকলের শেয়ার করা ছবিতেই দেখা যায় অভিনেতার তরফ থেকে পাঠানো ঐ একই মেসেজ।
যদিও ইতিমধ্যেই নিজের হয়ে সাফাই গেয়েছেন ঋজু। তিনি বলেছেন, খুব সামান্যই কথা বলেছিলেন তিনি। শাড়িতে ভালো লাগে এই কথাটা কোনও অশ্লীল কথা নয়। তিনি এই কথাটা খুব স্বাভাবিক ভাবেই বলেছিলেন, কিন্তু এই বিষয়টি নিয়ে এত জল ঘোলা হবে ভাবতে পারিনি।
ঋজু আরও বলেন, ‘আমার ব্যবহারে যদি কেউ খারাপ মনে করে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে আমার মাকে নিয়ে কুমন্তব্য করবেন না। উনি ভীষণ অসুস্থ। মায়ের আদেশ মেনেই আজ সবার থেকে ক্ষমা চেয়ে নিলাম আমি।’
কিন্তু ঋজু প্রথম নয়, সাত মাস আগে ঠিক এমনই কিছু ঘটেছিল অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে। অভিনেতা সায়ন্তের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিন প্রাক্তন প্রেমিকা। সেই সময় সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছিল জোড় জল্পনা কল্পনা। এই ঘটনার পর থেকে নিজেকে সব দিক থেকে সরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
ঋজুর এই ঘটনা আবারও কি মনে করিয়ে দিল পুরনো কথা? সহ অভিনেতার এই কঠিন পরিস্থিতিতে তিনি কি দাঁড়ালেন ঋজুর পাশে? কতটা চিন্তিত সহ অভিনেতার মানসিক স্বাস্থ্য নিয়ে? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানালেন নিজের মতামত।
সায়ন্ত বলেন, ‘কিছু মাস আগে সমাজমাধ্যমে আমাকে নিয়ে বহু লেখালেখি হয়েছিল। ঠিক এমনি একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আমাকেই। যদিও ঋজু যা করেছে সেটা যে ঠিক সেটা কিন্তু বলছি না। কিন্তু এই ইন্ডাস্ট্রির সকলে যেভাবে ওকে আক্রমণ করছে বা রসিকতা করছে তার একেবারেই ঠিক নয়।’

সায়ন্ত আরও বলেন, ‘একটা বিষয় যখন সামনে এসেছে সেটা নিয়ে এত মিমের ছড়াছড়ি যা দেখে খারাপ লাগে। কিছু ভিউ এবং জনপ্রিয়তা পাওয়ার জন্য সকলেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন। যদিও ও কেন এরকমের মেসেজ পাঠিয়েছিল সকলকে তা নিয়ে সত্যি কোনও ধারণা নেই।’
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সায়ন্ত একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে বাড়ির ঠাকুরের সঙ্গে ছবি দিতে দেখা যায় তাঁকে। বিতর্কের পর বহু দিন সমাজের মাধ্যমে নিষ্ক্রিয় থাকার পর অবশেষে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন যেখানে খারাপ সময়ে পাশে থাকার জন্য প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানান। কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন সে কথাও জানাতে ভোলেন না অভিনেতা।