ঋত্বিক ঘটকের ছবির সঙ্গে অসংখ্য ফ্রেমের হুবহু মিল

Spread the love

সত্যজিৎ রায়ের(Satyajit Roy) জন্মবার্ষিকী আজ। তাঁর ছবি বাঙালির কাছে আবেগ। নায়ক থেকে মহানগর, পথের পাঁচালি , অপুর সংসার সহ একগুচ্ছ ছবি সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকে থাকে। কিন্তু জানেন কি এ হেন অভিনেতার বিরুদ্ধে একবার ‘নকল’ করার অভিযোগ উঠেছিল?

কী ঘটেছে?

ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়ের যেমন দারুণ বন্ধুত্ব ছিল তেমন পেশাগত জীবনে কিছু বিষয়ে দ্বন্দ্ব ছিল। দুজনের সিনেমাকে দেখার, নির্মাণ করার ক্ষেত্রে মত পার্থক্য ছিল। কিন্তু জানেন কি একবার সত্যজিৎ রায়ের একটি সিনেমা দেখতে গিয়ে মাঝপথে সিনেমা হল ছেড়ে বেরিয়ে আসেন ঋত্বিক ঘটক? ভাবছেন কেন? এই বিষয়ে উত্তর খোদ মেঘে ঢাকা তারা ছবির পরিচালক প্রকাশ্যে এনেছিলেন। নেপথ্যে কি কোনও ঈর্ষা ছিল? নাকি পছন্দ হয়নি তাঁর সত্যজিতের সেই ছবি? উত্তর এই দুটোর কোনওটাই নয়।

ঋত্বিক ঘটক একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিটি দেখতে গিয়ে সিনেমা হল ছেড়ে বেরিয়ে আসেন। কারণ সেই ছবির সঙ্গে তাঁর ছবি অযান্ত্রিকের বেশ মিল ছিল। পরিচালকের কথায়, ‘মৃণাল (সেন) ছবিটি দেখে এসে আমায় বলেছিল ঋত্বিক ছবিটা তুমি দেখে এসো। দেখবে মানিক বাবু অযান্ত্রিকের প্রায় হুবহু কপি করেছেন বহু জায়গায়। আমি ওঁর কথা শুনে ইন্দিরাতে (ইন্দিরা সিনেমা হল) দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যিই তাই! অসংখ্য ফ্রেম একদম হুবহু এক। মাঝপথে তাই উঠে পড়েছিলাম ক্ষেপে গিয়ে।’

তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ঋত্বিক ঘটকের যেটা ভালো লাগতো না সেটা যেমন তিনি স্পষ্ট করে বলতেন তেমন যেটা তাঁর ভালো লাগত সেটাও বলতেন। অন্যদিকে সত্যজিৎ রায় কিন্তু ঋত্বিক ঘটকের অযান্ত্রিক দেখে যারপরনাই প্রশংসা করেছিলেন। বলেছিলেন, ‘সময় মতো এই ছবি রিলিজ করলে আপনি পথিকৃৎ হতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *