এই প্রথম, প্রাণী জগতকে নিয়ে পোর্টাল খুলবে ভারত!

Spread the love

আফ্রিকার দেশ ঘানার সঙ্গে একযোগে কাজ করবে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(Zoological Survey Of India)। বিশ্বে এই প্রথমবার, দেশের প্রাণীগতের প্রত্যেকটা প্রাণীর নাম একই পোর্টালে অন্তর্ভুক্ত করবে ভারত।

উল্লেখ্য, ১৭৫০ সাল থেকে ভারতে ১০০,০০০ এরও বেশি প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়েছে। তাদের প্রত্যেকের তথ্য সম্বলিত একটি সম্পূর্ণ পোর্টাল চালু করা হবে। নতুন এই পোর্টালের নাম রাখা হয়েছে, ‘ফনা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল’। আগামী ৩০ জুন দুর্দান্ত নজির গড়তে চলেছে জেডএসআই।

ভারত এখনও জীববৈচিত্র্যের দিক থেকে অন্যতম

ভারত(India) এখনও জীববৈচিত্র্যের মহান ভূমি, হাজার হাজার প্রাণীর আশ্রয়স্থল হয়ে বসে রয়েছে। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, জরিপ করে দেখা গিয়েছে যে শুধুমাত্র ২০২৩ সালেই ভারতের বিভিন্ন প্রান্তে ৬০০-র বেশি প্রজাতির প্রাণী রয়েছে। ৩০০-র বেশি প্রজাতির উদ্ভিদেরও অস্তিত্ব বর্তমান।

এদিন ধৃতি আরও বলেছেন যে লন্ডন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সঙ্গেও বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাঁর মতে, লন্ডনের কাছে ভারতীয় প্রাণীর বহু প্রজাতির এমন কিছু নমুনা রয়েছে, যা ভারতেই নেই। সেই নমুনার ডিজিটাইজ়ড ছবিও লন্ডন থেকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ জুনের অনুষ্ঠানে আমন্ত্রিত হেভি ওয়েটদের তালিকাও বিরাট

দেশের প্রাচীনতম শ্রেণীবিন্যাস গবেষণা সংস্থা, কলকাতা-সদর দফতর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ৩০ জুন তার ১০৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে৷ সেই দিনটির স্মরণে, ইনস্টিটিউটটি ১ থেকে ৩ জুলাই পর্যন্ত অ্যানিমাল ট্যাক্সোনমিক সামিট ইভেন্টেরও আয়োজন করেছে৷ বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে, এই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা রয়েছে ঘানা ওয়াইল্ডলাইফ সোসাইটির প্রতিনিধিদের। কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবেরও এদিন বাংলায় আসার কথা। পোর্টাল উদ্বোধন করবেন এই কেন্দ্রীয় মন্ত্রীই।

৩০ জুনের অনুষ্ঠানের জন্য আর কী কী পরিকল্পনা করা হয়েছে

আগামী ৩০ জুন, অনুষ্ঠিত হতে চলা জ়েডএসআই দিবসের অনুষ্ঠানে,

  • লাক্ষাদ্বীপের জীববৈচিত্র্যের তালিকা প্রকাশ করা হবে। এরই সঙ্গে হোভারফ্লাইয়ের সন্ধান মিলবে।
  • ভারতে পাওয়া যায় এমন অনন্য মাছি, যা আজ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেননি, তারও একটি ক্যাটালগ প্রস্তুত করা হয়েছে।
  • গোয়া অঞ্চলের পাখিদের বৈচিত্র্য দেখবে সারা বিশ্ব।
  • দেশের বিভিন্ন জলাশয়ে পাওয়া মাছ ও মানচিত্রেরও খোঁজ পাবেন।
  • এরই পাশাপাশি পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে পাওয়া মথ ও প্রজাপতির তালিকা প্রকাশ করা হবে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *