এই ভারতীয় তারকার ভূয়সী প্রশংসা করলেন গাভাসকর

Spread the love

লোকেশ রাহুলকে বর্তমান ভারতীয় দলের সব থেকে নিঃস্বার্থ ক্রিকেটার আখ্যা দেওয়া হয়। তাঁর মতো যথার্থ টিম ম্যান এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডে কেউ আছেন কিনা সন্দেহ। একজন ব্যাটার দলের প্রয়োজনে নির্দিষ্ট কোনও ব্যাটিং অর্ডার ছাড়া কখনও ওপেন করেন আবার কখনও মিডল অর্ডারে ব্যাট করেন। আবার প্রথম একাদশে জায়গা টিকিয়ে রাখতে কখনও কিপিংও করতে হয় লোকেশকে।

যদিও সুনীল গাভাসকরের চোখে এই মুহূর্তে ভারতীয় দলের নিঃস্বার্থ ক্রিকেটার অন্য একজন। এক্ষেত্রে গাভাসকর যে যুক্তি দেখান, তা অকাট্য বলা চলে। ভারতীয় দলের ক্যাপ্টেন্সি হাতে পাওয়ার জন্য শুধু প্রতিভার নয়, বরং ভাগ্যেরও প্রয়োজন হয়। তবে সেই ক্যাপ্টেন্সি যখন কেউ দলের স্বার্থে কার্যত অন্যজনকে ছেড়ে দেন, তাকে নিঃস্বার্থ সিদ্ধান্ত ছাড়া আর কিই বা বলা যায়!

গাভাসকর এক্ষেত্রে জসপ্রীত বুমরাহর দিকে ইঙ্গিত করেন। আসলে নিজের ফিটনেস ও ওয়ার্ক লোডের দিকে তাকিয়ে বুমরাহ ইংল্যান্ড সফরের সব টেস্ট খেলতে পারবেন না বলে মনে করছেন। সিরিজের পাঁচটি টেস্টের মধ্যে তিনটি বা চারটি টেস্টে মাঠে নামতে পারেন তিনি। জসপ্রীত সেকথা জাতীয় নির্বাচকদের খোলাখুলিভাবে জানিয়ে দেন। সেই কারণেই নির্বাচকদের নতুন ক্যাপ্টেন বাছার কাজ সহজ হয়ে যায়। বুমরাহ কার্যত ক্যাপ্টেন্সি হাতে পাওয়ার লড়াই থেকে সরে আসেন বলেই রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে গিলকে বেছে নেওয়া সহজ হয়ে দাঁড়ায় জাতীয় নির্বাচকদের।

মিড ডে-র আলোচনায় গাভাসকর বলেন, ‘আদ্যন্ত টিম ম্যান ও নিঃস্বার্থ ক্রিকেটারের নাম হল জসপ্রীত বুমরাহ। ও নির্বাচকদের জানিয়ে দেয় যে, ও হয়তো ইংল্যান্ডের সব টেস্টে মাঠে নামতে পারবে না। তাই শুভমন গিলকে ক্যাপ্টেন করা যেতে পারে। সেই কারণেই নির্বাচকদের কাজ অনেক সহজ হয়ে যায়।

ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড

শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (ভাইস ক্যাপ্টেন ও উইকেটকিপার), যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরন, নীতীশ রেড্ডি, লোকেশ রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, আর্শদীপ সিং ও প্রসিধ কৃষ্ণা।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি

১. প্রথম টেস্ট: ২০ থেকে ২৪ জুন (লিডস)।

২. দ্বিতীয় টেস্ট: ২ থেকে ৬ জুলাই (বার্মিংহ্যাম)।

৩. তৃতীয় টেস্ট: ১০ থেকে ১৪ জুলাই (লর্ডস)।

৪. চতুর্থ টেস্ট: ২৩ থেকে ২৭ জুলাই (ম্যাঞ্চেস্টার)।

৫. পঞ্চম টেস্ট: ৩১ জুলাই থেকে ৪ অগস্ট (ওভাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *