একাধিকবার ধর্ষণের অভিযোগ

Spread the love

বেশ কিছুদিন ধরেই রিয়ালিটি শো ‘হাউজ অ্যারেস্ট’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার এই অনুষ্ঠানের অন্যতম অভিনেতা আজাজ খানের নাম জড়িয়ে গেল ধর্ষণ কাণ্ডের সঙ্গে। অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী।

সম্প্রতি জানা গিয়েছে, মুম্বইয়ের চারকোপ থানায় এক অভিনেত্রী আজাজ খানের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। রিয়ালিটি শোয়ে উপস্থাপনার কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এই কাজ করেন অভিযুক্ত। বাধা দিতে চাইলে বিয়ে করার প্রতিশ্রুতি দেন অভিনেতা।

অভিনেত্রীর অভিযোগ, গত ২৫ মার্চ আজাজ খান প্রথম তাঁর বাড়িতে আসেন। ঐদিন প্রথম জোর করে ধর্ষণ করেন তিনি। বেশ কয়েকদিন পর আবার ওই একই ঘটনা ঘটে। বারবার বাধা দিয়েও কোনও লাভ হয়নি। ইসলাম মতে যেহেতু চারবার বিয়ের অনুমতি রয়েছে, তাই ওই অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন আজাজ খান।

প্রথমদিকে বিয়ের প্রতিশ্রুতিতে ভুলে গেলেও পরে ওই অভিনেত্রী বুঝতে পারেন যে বিয়ের প্রতিশ্রুতি শুধুমাত্র এই নামমাত্র। সবশেষে আর থাকতে না পেরে ৫ মে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই অভিনেত্রী।

পুলিশকে ওই মহিলা জানান, ‘হাউজ অ্যারেস্ট’ শোয়ে উপস্থাপনা করার লোভ দেখান অভিনেতা। শ্যুটিং শুরুও হয়। এরপর শ্যুটিং চলাকালীন ওই মহিলাকে প্রপোজ করেন অভিনেতা। শুধু তাই নয়, ওই মহিলার বাড়িতে গিয়ে বারবার ধর্ষণ করেন তিনি।

প্রসঙ্গত, রিয়ালিটি শোয়ে মহিলা অভিনেত্রীদের অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ পোজ দিতে বলায় আজাজ খানকে নিয়ে বিতর্ক রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪, ৬৪ (২এম), ৬৯ এবং ৭৪ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিনেতার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *