‘একা হয়ে যাওয়ার দিন…’

Spread the love

বহুদিন আগেই তারাদের দেশে চলে গিয়েছেন মা। তখন অল্প বয়স ছিল পরমের, কেমন যেন তাঁকে বড্ড একা করেই মা চলে গিয়েছিলেন। মাঝে পেরিয়েছে অনেকটা সময়। ১১ টা বছর তো আর কম নয়। এখন পরম নিজেই বাবা হতে চলেছে। কিন্তু মাকে হারানোর সেই ক্ষত আজও পরমব্রত চট্টোপাধ্যায়ের বুক জুড়ে। তাই মায়ের মৃত্যুবার্ষিকীতে নায়ক লিখলেন, ‘আমার একা হয়ে যাওয়ার দিন’।

আজ অর্থাৎ মঙ্গলবার পরমের মা সুনেত্রা ঘটককের মৃত্যুবার্ষিকী। মাকে বহু বছর আগে হারালেও এখন নায়কের মনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাই মঙ্গলবার সমাজ মাধ্যমের পাতায় অভিনেতা-পরিচালক তাঁর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন৷ যেখানেই থাকো, ভালো থেকো মা…’

তাঁর এই মন খারাপ করা পোস্ট দেখে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘আমিও আমার বাবা-মাকে হারিয়েছি তাই আমি বুঝতে পারি তোমার অনুভূতিটা। যাঁদের বাবা-মা আছেন তাঁরা বুঝবেন না কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। খুবই মিস করি ওঁদের। কাকিমার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।’ আর একজন রবিঠাকুরের গায়ের কয়েকটি লাইন ধার করে নিজের মতো করে লেখেন, ‘… অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে…, আসলে মায়েদের পক্ষে ছেড়ে যাওয়া খুব মুশকিল। অভ্যাসের ভাঁজে যাপনের ফাঁকে ফাঁকে রয়ে যান তাঁরা। অনেক দিন পর আলমারি খুললে যেমন ন্যাপথলিন হালকা পারফিউম মিশিয়ে একটা মন কেমন করা গন্ধ আসে, অনেকটা সেই রকম। হয়ত।শ্রদ্ধা রইল।’

আর একজন লেখেন, ‘মায়ের সঙ্গে শত শত বিরোধিতা সত্ত্বেও মায়ের ভূমিকা কখনও জীবনে ফুরিয়ে যায় না। আজীবন থেকে যায়। থাকতেই হবে।’ আর কিছু দিনের মধ্যে বাবা হতে চলেছেন পরম, সেই প্রসঙ্গ টেনে একজন লেখেন, ‘মা আবার ফিরে আসছেন তো। শ্রদ্ধা জানাই।’

অনেকে আবার সুনেত্রা ঘটকের লেখার প্রসঙ্গ টেনে লেখেন, ‘ওঁর লেখাগুলোয় মন ভরে যায়। শ্রদ্ধা ও প্রণাম জানাই। মায়ের আশীর্বাদ, ছায়া আর ভালোবাসা সন্তানের সঙ্গে সর্বদাই থেকে যায়। গুণী মায়ের গুণী ছেলে, অটুট থাকুক এই বন্ধন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *