পরিবর্ত ক্রিকেটার হিসেবে আইপিএলে আত্মপ্রকাশ করেই চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন আয়ুষ মাত্রে। আইপিএল ২০২৫-এ ইতিমধ্যেই যে রকম প্রভাব রেখেছেন আয়ুষ, তাতে পরের বছর সিএসকের অন্যতম হাতিয়ারে পরিণত হতে পারেন মুম্বইয়ের ১৭ বছরের ওপেনার।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আবির্ভাবেই যে রকম চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন আয়ুষ, মরশুমের শেষ ম্যাচেও ঠিক একই রকমের আগ্রাসী মেজাজে ধরা দেন তিনি। রবিবার আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সিএসকে।
ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে নামেন আয়ুষ মাত্রে। তিনি ১৭ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলা সাজঘরে ফেরেন। এমন আগ্রাসী ইনিংসে আয়ুষ ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, মাত্রে ৩টি ছক্কা ও ২টি চার মারেন আরশাদ খানের এক ওভারেই।
ম্যাচ তথা চেন্নাই ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন আরশাদ খান। তাঁর প্রথম বলে ২ রান নেন আয়ুষ। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি ছক্কা হাঁকান তিনি। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন আয়ুষ। আরশাদের ওভারের শেষ বলে ছক্কা হাঁকান চেন্নাই ওপেনার। সুতরাং, আরশাদের সেই ওভারে ৬টি বলে যথাক্রমে ২, ৬, ৬, ৪, ৪ ও ৬ রান সংগ্রহ করেন আয়ুষ। ওভারে মোট ২৮ রান ওঠে।

উল্লেখ্য, ক’দিন আগেই ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ঘোষিত হয়েছে। সেই দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন আয়ুষ মাত্রে। অর্থাৎ, জাতীয় দলের ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পরেই ব্যাট হাতে এমন তাণ্ডব চালান আয়ুষ।
আইপিএলের ইতিহাসে এক ওভারে সব থেকে বেশি রান তোলা চেন্নাইয়ের ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে চার নম্বরে জায়গা করে নেন আয়ুষ মাত্রে। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের এক ওভারে সব থেকে বেশি ৩৬ রান তুলেছেন রবীন্দ্র জাদেজা।
আইপিএলের ১ ওভারে সব থেকে বেশি রান তোলা সিএসকে ব্যাটার
১. রবীন্দ্র জাদেজা- ৩৬ (বোলার- হার্ষাল প্যাটেল)।
২. সুরেশ রায়না- ৩২ (বোলার- পরবিন্দর আওয়ানা)।
৩. ডেওয়াল্ড ব্রেভিস- ৩০ (বোলার- বৈভব আরোরা)।
৪. অ্যালবি মর্কেল- ২৮ (বোলার- বিরাট কোহলি)।
৫. আয়ুষ মাত্রে- ২৮ (বোলার- আরশাদ খান)।