চলতি বছর এক হাজার ফিলিস্তিনি নাগরিককে বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। সোমবার (১৯ মে) এই নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সাথে সংঘাতে নিহত বা আহত ফিলিস্তিনিদের পরিবারের ১ হাজার পুরুষ ও নারী হজযাত্রীকে বিনা খরচে আতিথেয়তার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী এবং কর্মসূচির সাধারণ তত্ত্বাবধায়ক শেখ আব্দুল লতিফ আল-শেখ এই মহৎ কাজের জন্য বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই উদ্যোগটি দুই পবিত্র মসজিদের খাদেমদের হজ ও ওমরাহের অতিথি কর্মসূচির অংশ। যা ইসলামিক বিষয়ক, দাওয়াহ এবং নির্দেশনা মন্ত্রণালয় তত্ত্বাবধান করে থাকে।

মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের সুবিধার্থে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের চলমান হামলায় গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ৯০ শতাংশ জনগণ এখন বাস্তুচ্যুত।