এজবাস্টনের থেকে লর্ডস টেস্টে বেশি গুরুত্বপূর্ণ?

Spread the love

জসপ্রীত বুমরাহকে এজবাস্টন টেস্টের প্রথম একাদশ থেকে বাদ দিয়েই দল তৈরি করেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টেস্ট হেরে গেলে কার্যত সিরিজও হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। কারণ এরপরের বাকি তিন টেস্টের মধ্যে ভারতকে কমপক্ষে দুটি জিততেই হবে তখন সিরিজে সমতা ফেরানোর জন্য। মানসিক দিক থেকে যা অনেক কঠিন কাজ যে কোনও অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রেই।

জসপ্রীত বুমরাহ যে সিরিজের তিনটি টেস্টে খেলবেন, সেকথা আগেই জানা গেছিল। শামিকে তাও নিয়ে যাওয়া হয়নি। গম্ভীর এর আগেই জানিয়েছিলেন, যে টিম ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি রয়েছে বুমরাহকে নিয়ে সেটা কোনওভাবেই বদল করা হবে না। আর সেটাই তিনি করে দেখিয়েছেন দ্বিতীয় ম্যাচে। কিন্তু এই পরিস্থিতিতে আদৌ প্রসিধ কৃষ্ণারা ভারতকে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় আনতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।

আর এই নিয়েই প্রশ্ন তুলে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলছেন, ‘যেভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে দেখে অবাক লাগছে, কে বা কারা এই সিদ্ধান্তগুলো নেয় আমি জানিনা। এই সিদ্ধান্তগুলো কি প্লেয়ার বা ফিজিওর সঙ্গে কতা বলে নেওয়া হয়? গোটা সিরিজের থেকে কি শুধু লর্ডস টেস্ট বেশি গুরুত্বপূর্ণ? যদি আজকের স্কোর দেখা যায়, ভারতের পাঁচ উইকেট পড়ে গেছে। এখনও ইংল্যান্ডের দিকে অ্যাডভান্টেজ। তাই আমি অবশ্যই চাইতাম এই ম্যাচে বুমরাহ খেলুন। আমার মনে হয়েছিল কোচের বলা উচিত, তোমায় ৩ আর ৫ নম্বর টেস্টে খেলাবো ভেবেছিলাম, কিন্তু দলের স্বার্থে এখন তোমায় প্রথম দুটো টেস্টে খেলানো হবে। তৃতীয় টেস্টের পর অনেকটা সময় ছিল ফিট হওয়ার, তাই ওকে খেলানো উচিত ছিল ’।

ভারতের প্রথম একাদশে তিনটি পরিবর্তন হওয়া নেপথ্য কারণ নিয়েই সাঙ্গা আরও বলছেন, ‘শুধু গত টেস্টে হারের জন্যই কিন্তু এত পরিবর্তন হয়নি। আমার মনে হয় শেষ ৯-১০টা টেস্টে সাতটা হার, একটা জয়, একটা ড্রয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদের ওপর চাপ রয়েছে, তাই ওরা হয়ত ভাবছে যে এখন কি করা যায়, তাই এমন পরিবর্তনগুলো করছে ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *