এবার চিরদিনই তুমি যে আমার-এ টুম্পা?

Spread the love

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আসছে একের পর এক চমক। ইতিমধ্যেই অপর্ণার কাছে নিজের মনের কথা স্বীকার করে নিয়েছে আর্য। জানিয়েছে যে সেও তাকে ভালোবাসে, যদিও জানে না যে অপু সেই কথা জানে। বা শুনেছে। এবার জানা গেল এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে আর্যর প্রাক্তন স্ত্রী। এই চরিত্রে কি টুম্পা ঘোষকে দেখা যাবে? কী জানা গেল?

কী ঘটেছে?

টলি পাড়ার অন্দরের চর্চা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নতুন মোড় আসছে শীঘ্রই। আর্যর চরিত্র দেখে সকলেই বেশ ভালোই বুঝতে পারছেন যে তার একটা অতীত আছে। সে সম্পর্কের ভারকে ভয় পায়। এমনকি তাদের আশেপাশে থাকা কেউই চায় না তাদের প্রেমটা হোক। যদিও ইতিমধ্যেই অপু এবং আর্য একে অন্যকে ভালোবেসে ফেলেছে। অপর্ণা সেই কথা আর্যকে জানালেও, আর্য নিজের মনের কথা এখনও খোলাখুলি ভাবে অপুকে জানাতে পারেনি। এমন অবস্থায় তাদের মধ্যে দূরত্ব বাড়তে কি এন্ট্রি নেবে আর্যর প্রাক্তন স্ত্রী? তেমন চর্চা শোনা যাচ্ছে। গল্পে আগমন ঘটবে তৃতীয় ব্যক্তির। তবে কি এবার অসমবয়সী প্রেমের গল্প থেকে গল্প বাঁক নেবে ত্রিকোণ প্রেমে? সেটার উত্তর সময়ই দেবে। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছিল আর্যর প্রাক্তন স্ত্রীর চরিত্রে দেখা যাবে টুম্পা ঘোষকে। সেটা কি সত্যি? কী জানালেন তিনি?

টুম্পা ঘোষকে বর্তমানে স্টার জলসার পর্দায় গীতা এলএলবি ধারাবাহিকে দেখা যাচ্ছে। তিনি এর আগে জিতু কমলের সঙ্গে রাঙিয়ে দিয়ে যাও বা রাগে অনুরাগের মতো ধারাবাহিকে কাজ করেছেন। একটা সময় শোনা গিয়েছিল তাঁদের প্রেম চর্চা। যদিও সেসব এখন অতীত। কিন্তু আবারও কি একটা লম্বা সময়ের পর জিতু এবং টুম্পা একসঙ্গে কাজ করতে চলেছেন? না তেমন কিছুই ঘটছে না। আর এই জল্পনা উড়িয়েছেন স্বয়ং অভিনেত্রী।

আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে টুম্পা জানিয়েছেন তাঁর কাছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কোনও অফার আসেনি। এই বিষয়ে অভিনেত্রীর কথায়, ‘আমাকে হয়তো ভাবা হয়েছিল। কিন্তু আমি ওই চরিত্রে অভিনয় করব না। আমার কাছে কোনও ফোন আসেনি এই চরিত্রের বিষয়ে। গীতা এলএলবি ধারাবাহিকের তরফে যোগাযোগ করা হয়েছিল।’

ফলে টুম্পা যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন না সেটা স্পষ্ট। এদিকে জোর চর্চা আর্যর প্রাক্তন এন্ট্রি নেবে গল্পে। তবে সেই জল্পনা সত্যি হলে কাকে সেই চরিত্রে দেখা যাবে সেটা আগামী দিনেই বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *