বলিউড এবং দক্ষিণী অভিনেতাদের একসঙ্গে অভিনয় করার প্রথা গত কয়েক বছরে বেশি লক্ষণীয় হয়েছে। একসময় পিছিয়ে থাকা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি আজ বলিউডকেও ছাপিয়ে যাচ্ছে, তাই বলি তারকারাও দক্ষিণ ইন্ডাস্ট্রির সঙ্গে হাত মেলাচ্ছেন স্বইচ্ছায়। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের গ্রীক গড হৃতিক রোশন।
বুধবার কেজিএফ, সালার, কান্তারা সিনেমা খ্যাত প্রোডাকশন হাউজ হোম্বেল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন। খবরটি শেয়ার করে তারা লিখেছেন, ‘সবাই তাকে গ্রীক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করছেন। আমাদের ব্যানারের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনে আমরা দর্শকদের একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার স্বপ্ন দেখছি। খুব শীঘ্রই এই স্বপ্নকে বাস্তবায়িত করব আমরা।’
প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন, ‘আমাদের উদ্দেশ্য এমন কিছু গল্প বলা যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে অংশীদারত্ব হওয়ায় আমাদের সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল। আগামী দিনে আমরা এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা একই সঙ্গে দুর্দান্ত এবং কালজয়ী হতে চলেছে।’

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে হৃতিকের কাজ করার খবর শুনেই বেশ উত্তেজিত হয়েছেন ভক্তরা। কেউ কেউ মনে করছেন ‘কেজিএফ চ্যাপ্টার থ্রি’ ছবিতে হয়তো যশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে। কেউ আবার ভাবছেন ‘সালার’ ছবির পরবর্তী পর্বে হয়তো অভিনয় করবেন এই বলি তারকা।
প্রসঙ্গত, হোম্বলে ফ্লিমস এমন একটি প্রযোজনা সংস্থা, যা কেজিএফ এবং কান্তারার মতো কালজয়ী ছবি উপহার দিয়েছে মানুষকে। খুব স্বাভাবিকভাবেই এমন একটি বিশাল বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া হৃতিকের জীবনের অন্যতম মাইলফলক বলেই গণ্য করছেন ভক্তরা।
উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হৃতিক রোশন, কিয়ারা আদভানি, জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ছবির সিকুয়েল হতে চলেছে এই ছবিটি।