UEFA Champions League semi-final Paris Saint-Germain vs Arsenal: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্সেনাল। বরং প্যারিসে ফিরেই পিএসজি দেখালো এক জাদুকরী পারফরম্যান্স। বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয় লেগে ২-১ গোলে আর্সেনালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে বুধবার রাতে, মুখোমুখি হয়েছিল পিএসজি ও আর্সেনাল। প্রথম লেগের ম্যাচে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় পিএসজি। ফলে, এই ম্যাচে নামার আগে এগ্রিগেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন তারা।
এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারলেও প্যারিসে অন্য কিছু করে দেখাতে চেয়েছিল আর্সেনাল। শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করে ঘুরে দাঁড়ানোর আভাস তারা দিয়েছিল। কিন্তু পারেনি। বরং পুরো মাঠজুড়ে দাপট দেখিয়ে দ্বিতীয় লেগেও জিতেছে পিএসজি। বুধবার পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি চ্যাম্পিয়নরা। ৩-১ গোলের অগ্রগামিতায় ইন্টার মিলানের সঙ্গে শিরোপার লড়াই নিশ্চিত করেছে পিএসজি।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি আর্সেনাল। টিম্বার, রাইস, মার্তিনেল্লি ও ওডেগার্ডের প্রচেষ্টাগুলো আটকে দেন পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজিও শুরুতে পোস্টে বাধা পায়। তবে ২৭তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের অসাধারণ ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে সাকার একাধিক প্রচেষ্টা দোনারুম্মা আটকে দেন। ৭০তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলেও ভিতিনহার দুর্বল শট রক্ষা করেন গোলরক্ষক রায়া। তবে তিন মিনিট পর আচরাফ হাকিমির দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি।
৭৭তম মিনিটে বুকায়ো সাকা এক গোল শোধ করেন, কিন্তু পরের সুযোগ নষ্ট করলে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পিএসজির। পাঁচ বছর পর আবারও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুযোগ পেল তারা। আগামী ৩১ মে মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় ইন্টার মিলানের মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি। এবারের লক্ষ্য একটাই — শিরোপা জয়।