এবার রানাঘাট পর্যন্ত মেট্রোর মতো এসির আরাম

Spread the love

প্যাচ প্যাচে গরমের পর রাজ্যে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে বিশেষ করে স্বস্তি মিলেছে কলকাতা ও শহরতলির ট্রেনের নিত্যযাত্রীদের। আর বৃষ্টির সঙ্গে আরও এক স্বস্তির খবর এসেছে তাদের জন্য। শিয়ালদা শাখায় এসে পৌঁছেছে প্রথম এসি লোকাল রেক। ইতিমধ্যে সেই রেকের ছবিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, ট্রায়াল রানের পর আগাস্ট মাসের মধ্যেই শিয়ালদা উত্তর শাখায় চালানো হবে রেকটি।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শিয়ালদায় প্রথম এসি লোকাল রেক এসে পৌঁছেছে শিয়ালদায়। চেন্নাই থেকে রেকটি টেনে এনেছে ইলেক্ট্রিক ইঞ্জিন। নারকেলডাঙা কারশেডে থাকবে রেক। রেকের প্রতিটি কামরায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। মেট্রোর রেকের মতো এই রেকেও রয়েছে ভেস্টিবিউল। এক একটি কামরায় ৬০ জন করে বসতে পারবেন বলে জানা গিয়েছে। মোট্রোর মতোই স্বয়ংক্রিয় দরজা থাকবে এই রেকে।

এই রেক কবে থেকে কোন কোন শাখায় চালানো হবে তা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন শিয়ালদা বিভাগের ডিআরএম। তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে রেকটি শিয়ালদা – রানাঘাট ও শিয়ালদা – কৃষ্ণনগরের মধ্যে চলবে। কিছুদিনের মধ্যে আরও একটি এসি লোকাল রেক শিয়ালদায় আসার কথা। সেটি এসে পৌঁছলে শিয়ালদা – বারাসত ও শিয়ালদা – বনগাঁর মধ্যে চালানোর সম্ভাবনা রয়েছে।

নতুন এসি রেকের ভাড়া এখনও জানানো হয়নি। তবে মুম্বইয়ের এসি লোকালের ভাড়ার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হবে বলে সূত্রের খবর। মুম্বইয়ে এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা। ন্যূনতম মাসিক টিকিটের দাম ৬২০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *