এবার সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের ‘দাবির’ কড়া জবাব জয়শংকরের

Spread the love

বারবারই ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন, ভারত-পাক সংঘর্ষবিরতি তিনি করিয়ে দিয়েছিলেন। অবশ্য সম্প্রতি ট্রাম্পের সুর কিছুটা বদলেছে। এখন তিনি বলছেন, তিনি ‘সাহায্য’ করছিলেন সংঘর্ষবিরতিতে। তবে তাঁর যে এই সংঘর্ষবিরতিতে ভূমিকা ছিল, সেই দাবি তিনি ছাড়ছেন না। এই আবহে এবার ট্রাম্পের দাবি নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

এক ডাচ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়শংকর বলেন, ‘অপারেশন সিঁদুর এখনও বন্ধ হয়নি। এটা চলছে। কারণ ২২ এপ্রিল যেমন সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, তেমনটা যদি আবার হয়, তাহলে আমরা আবারও জঙ্গিদের মারব। যদি তারা পাকিস্তানে থাকে, সেখানেই আমরা মারব। জঙ্গিরা যেখানেই থাকুক না কেন, সেখানেই মারব আমরা।’

এরপর তিনি বলেন, ‘অবশ্য অপারেশন জারি আছে বলে এর অর্থ এই নয় যে এখনও আমরা একে অপরের সঙ্গে লড়াই জারি রেখেছি।’ জয়ংকর জানান, পাকিস্তানে সেনা এই সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছিল ১০ মে। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের হটলাইনে বলে যে তারা গোলাগুলি বন্ধ করতে রাজি। আমরা সেই মতো প্রতিক্রিয়া জানিয়েছিলাম।’এদিকে ট্রাম্পের দাবি প্রসঙ্গে জয়শংকর বললেন, ‘সব দেশের মতো আমেরিকাও ভারত-পাক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু তখন আমেরিকা ছিল আমেরিকায়। সংঘর্ষবিরতি তৃতীয় কোনও পক্ষের ভূমিক ছিল না।’ জয়শংকর জানান, মার্কো রুবিও বা জেডি ভান্স ভারতের কাছে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন ঠিকই, তবে দিল্লির সিদ্ধান্তে তাদের কোনও প্রভাব ছিল না।

এরপর জয়শংকর বলেন, ‘আমেরিকা সহ যারা যারা আমেদর ফোন করেছিল, তাদের সবাইকেই আমরা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, পাকিস্তান যদি লড়াই বন্ধ করতে চায়, তাহলে সেটা তাদের নিজে মুখে আমাদের জানাতে হবে। তাদের জেনারেলকে ফোন করতে হবে আমাদের জেনারেলকে। এবং সেটাই হয়েছিল।’ এদিকে ‘ভারত-পাক হাজার বছরের সংঘাতে’ ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, তা পুরোপুরি খারিজ করেছেন জয়শংকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *